বিরাট বিপাকে আপ সাংসদ সঞ্জয় সিং। দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় হেভিওয়েট এই আপ নেতার বাড়িতে হানা ইডির। এর আগে আবগারি নীতি মামলায় সঞ্জয় সিংয়ের ঘনিষ্ঠ আরও একাধিক ব্যক্তির বাড়িতে চলে তল্লাশি অভিযান।
বুধবার, ৪ অক্টোবর সকালে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে অভিযান চালায়। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, আবগারি নীতি মামলায় সঞ্জয় সিংয়ের বাড়িতে অভিযান চালায় ইডি। এর আগে, এই মামলায় সঞ্জয় সিংয়ের ঘনিষ্ঠ আরও অনেকের বাড়িতে চলে তল্লাশি অভিযান।
সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে, তদন্তকারী সংস্থা ইডি-র একটি দলকে দিল্লিতে সঞ্জয় সিংয়ের বাসভবনে প্রবেশ করতে দেখা গিয়েছে। দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় দায়ের করা চার্জশিটে সঞ্জয় সিংয়ের নাম ছিল। আজ ভোরে আপ সাংসদের বাড়িতে হানা দেয় ইডি। সকাল সাতটা নাগাদ সাংসদের বাসভবনে পৌঁছে তল্লাশি শুরু করে ইডির বিশেষ দল। সূত্রের খবর ইডি আধিকারিকরা তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন। এই নিয়ে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায়।
মে মাসে ইডি সঞ্জয় সিংয়ের দুই ঘনিষ্ঠ সহযোগী, অজিত ত্যাগী এবং সর্বেশ মিশ্রের বাড়িতে হানা দিয়েছিল। আজ আবারও ইডি আধিকারিকরা সঞ্জয় সিংয়ের বাড়িতে পৌঁছে তল্লাশি অভিযান চালাচ্ছেন ।সূত্র অনুসারে, দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় ইডি আধিকারিকরা সঞ্জয় সিংকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং বাড়িতে তল্লাশিও করেছেন।