বড় ফাঁপরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা কবিতা। দিল্লি আফগারি দুর্নীতি মামলায় তাকে নোটিস জারি করেছে ইডি। ৯ মার্চ কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে। এর একদিন আগেই অরুণ রামচন্দ্রন পিল্লাইকে গ্রেফতার করে ইডি। ইডি দাবি করেছে, অরুণ পিল্লাইকে জেরার সময় কবিতার নাম উঠে আসে। সেই সব প্রশ্নের তদন্তের জন্য কবিতাকে ডেকে পাঠানো হয়েছে বলেই ইডি সূত্রে খবর। ইডি গত বছরের সেপ্টেম্বর থেকে অন্তত ১১ বার পিল্লাইকে জিজ্ঞাসাবাদ করে। সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে খবর তদন্তে সহযোগিতা করছে না তিনি। ইতিমধ্যেই ইডি অভিষেক বয়নাপল্লি ও বুচি বাবুকে গ্রেফতার করেছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকে দিল্লি আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। কর্মকর্তারা বুধবার বলেছেন, 'আগামী ৯ মার্চ কবিতাকে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে'। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে মদ কেলেঙ্কারির দুর্নীতির অভিযোগে সিবিআই আগেই গ্রেফতার করেছে। কবিতার বিরুদ্ধে আম আদমি পার্টি নেতাদের ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার গ্রেফতার হওয়া ব্যবসায়ী অরুণ পিল্লাইয়ের মুখোমুখি বসিয়ে কবিতাকে জেরা করা হতে পারে।
দীর্ঘ ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। এর পরে, আদালত প্রথমে তাকে সিবিআই হেফাজতে পাঠায়, তারপরে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সিসোদিয়াকে ২০ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি মদ কেলেঙ্কারি নিয়ে আম আদমি পার্টিকে ক্রমাগত আক্রমণ করে চলেছে। এই ইস্যুটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একাধিক বিজেপি নেতা ক্রমাগত আপকে নিশানা করেছেন। যদিও আপের তরফে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ সামনে আনা হয়েছে।