scorecardresearch

বড় খবর

ফাঁপরে কেসিআর কন্যা, দিল্লি মদ কেলেঙ্কারিতে এবার সিবিআইয়ের জালে কবিতা ঘনিষ্ঠ

গত বছর ১২ ডিসেম্বর হায়দ্রাবাদে সাত ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

CBI, K Kavitha auditor, Delhi excise policy case, K Kavitha auditor CBI probe, CBI probe news, Hyderabad news, BRS, Indian Express news"

দিল্লি মদ কেলেঙ্কারিতে আরও ফাঁপরে কেসিআর কন্যা কবিতা। কেসিআর কন্যার প্রাক্তন হিসাব রক্ষককে দিল্লি মদ কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার করল সিবিআই, আজ তাঁকে আদালতে পেশ করা হবে।

দিল্লির ‘মদ কেলেঙ্কারি’র ঘটনায় নতুন চার্জশিট দাখিল করেছে ইডি। এতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ডেপুটি সিএম মণীশ সিসোদিয়া, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা কবিতাসহ অনেক হেভিওয়েটের নাম রয়েছে।

সিবিআই দিল্লির মদ নীতির মামলায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যার প্রাক্তন হিসাবরক্ষকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে তথ্য দিয়ে সিবিআই জানিয়েছে যে হায়দরাবাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বুচিবাবু গোরান্টলাকে দিল্লির আবগারি নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছে, তাকে আজ আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন: [ শ্মশানের নীরবতা, মৃত্যুমিছিল! হাড়হিম ঠাণ্ডায় ব্যহত উদ্ধারকাজ, নিশ্চিহ্ন গাজিয়ানটেপ দুর্গ ]

সিবিআই অভিযোগ করেছে বাতিল করা দিল্লি আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে বাবুর ভূমিকা সন্দেহজনক। দিল্লি মদ কেলেঙ্কারির ঘটনায় এর আগে কবিতাকে গত বছর ১২ ডিসেম্বর হায়দ্রাবাদে সাত ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Delhi excise policy former ca of kcrs daughter k kavitha arrested by cbi