Advertisment

Farmers’ protest in Delhi Live Updates: গান্ধী জয়ন্তীতে দিল্লিতে কৃষক মিছিল প্রবেশে বাধা, জলকামান-টিয়ারগ্যাস চালাল পুলিশ

বিকেইউ-এর দাবি কৃষকদের সমস্ত রকমের ঋণ মকুব করতে হবে। তা ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও সরব হয়েছে মিছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কৃষকদর ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্য়াস পুলিশের (ফোটো- গজেন্দ্র যাদব- ইন্ডিয়ান এক্সপ্রেস)

Farmers’ protest in Delhi Live Updates: গত ২৩ সেপ্টেম্বর হরিদ্বার থেকে শুরু হয়েছিল কিষাণ ক্রান্তি পদযাত্রা। মহেন্দ্র সিং টিকায়েতের মৃত্য়ুর পর এই প্রথমবার তাঁর সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) এত বড় মিছিলের আয়োজন করেছে। মহেন্দ্র টিকায়েত মারা গেছেন ২০১১ সালে। তাঁর চার ছেলে, তাঁদের স্ত্রী ও সন্তানরা সকলে এই মিছিলে যোগ দিয়েছেন।

Advertisment

বিকেইউ-এর দাবি কৃষকদের সমস্ত রকমের ঋণ মকুব করতে হবে। তা ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও সরব হয়েছে মিছিল।

Kisan Kranti Yatra: Thousands of farmers are taking part in the kisan rally which is trying to enter New Delhi

2.46 pm: বিনাশর্তে কৃষিঋণ মকুব ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছেন কৃষকরা।

publive-image ফোটো- গজেন্দ্র যাদব, ইন্ডিন এক্সপ্রেস

2.38 pm: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কৃষকদের সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। আলোচনার পর বেশ কিছু বিষয়ে সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

2. 34 pm: বিশ্ব অহিংসা দিবসে কৃষক মিছিলে পুলিশের হামলার ঘটনায় নরেন্দ্র মোদী সরকারকে এক হাত নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

2.30 pm: মিছিলকারী সংগঠন বিকেইউ-এর পক্ষ থেকে এদিনের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

1.42 pm: কৃষক মিছিলে অমানবিক পুলিশি আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কংগ্রেসও। একে ক্ষমাহীন অপরাধ বলে বর্ণনা করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

1.33 pm: মিছিলের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদ করেছে সিপিআইএম। পলিটবুরোর নেতা সীতারাম ইয়েচুরি।

1.23 pm: অরবিন্দ কেজরিওয়ালের টুইটের পাল্টা দিতে দেরি করেনি বিজেপি। তাদের বক্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর রাজনীতি ছাড়া অন্য কোনও বিষয়েই আগ্রহ নেই।

1.15 pm: কৃষকদের দিল্লিতে না ঢুকতে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

1.09 pm: আমাদের ভিক্ষা চাই না অধিকার চাই, দাবি উঠছে মিছিল থেকে।

publive-image কৃষকদের ছত্রভঙ্গ করতে চলছে জলকামান (ফোটো- গজেন্দ্র যাদব, ইন্ডিয়ান এক্সপ্রেস)

1.00 pm: পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান চালিয়েছে।

protest rally
Advertisment