রাজ্যব্যাপী এবারও বাজি বিক্রি-ফাটানোয় নিষেধাজ্ঞা! ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী

Fire Crackers Ban: জাতীয় পরিবেশ আদালত গত বছর এনসিআর এলাকায় আতসবাজি ফাটানোয় নিষেধাজ্ঞা চাপিয়েছিল।

Fire Crackers Ban: জাতীয় পরিবেশ আদালত গত বছর এনসিআর এলাকায় আতসবাজি ফাটানোয় নিষেধাজ্ঞা চাপিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Firecracker, Pollution, Delhi-NCR

এই সিদ্ধান্তে মাথায় হাত বাজি ব্যবসায়ীদের।

Fire Crackers Ban: চলতি বছরেও রাজ্যব্যাপী আতসবাজি সংরক্ষণ, বিক্রি এবং পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চাপাল দিল্লি সরকার। বুধবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দীপাবলির মরশুমে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা চাপাতেই এই পদক্ষেপ।  

Advertisment

ট্যুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘গত তিন বছর দীপাবলির মরশুমে বাজি ফাটানোর কারণে দূষণমাত্রা অত্যাধিক ছিল। সেই মাত্রা বিবেচনা করেই দিল্লি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গতবারেও এই নিষেধাজ্ঞা বহাল ছিল।‘

জানা গিয়েছে, গত বছর সিদ্ধান্তহীনতার জন্য অনেক বাজি ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছিলেন। উৎসবের মরশুমে বাজি বিক্রির জন্য সংরক্ষণ করলেও, পরে বিক্রিতে নিষেধাজ্ঞা চাপায় নষ্ট হয়েছিল সেই বাজি। এবার তাই আগে থেকেই বাজি বিক্রেতাদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী।

তবে শুধু দিল্লি সরকার নয়, জাতীয় পরিবেশ আদালত গত বছর এনসিআর এলাকায় আতসবাজি ফাটানোয় নিষেধাজ্ঞা চাপিয়েছিল। নভেম্বর ৯-৩০ এই নিষেধাজ্ঞা বহাল ছিল। বিশেষ করে যে এলাকায় বায়ু দূষণের মাত্রা অত্যাধিক খারাপ ধরা পড়েছিল।  

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Delhi-NCR NGT Diwali Utsav Firecrackers Ban Pollution Delhi government