দিল্লিতে হিংসার ঘটনায় আদালতে পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন যেসব বিজেপি নেতারা, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে কেন বিলম্ব করা হচ্ছে এ নিয়ে বুধবার চরম ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের ভিডিও দেখে এফআইআর দায়েরে যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হল, তা বৃহস্পতিবার আদালতে জানাতে বলা হয়েছে।
Advertisment
এ প্রসঙ্গে এদিন সলিসিটর জেনারেলকে ক্ষোভের সুরে আদালত জানায়, ‘‘আমরা নিশ্চিত যে পুলিশ কমিশনারের দফতরে টিভি রয়েছে। দয়া করে ওঁকে ভিডিও ক্লিপগুলো দেখতে বলুন’’। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র ও পরবেশ সাহিব সিংয়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালতে বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের ভিডিও দেখানো হয়।
অন্যদিকে, দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি তলওয়ান্ত সিংয়ের বেঞ্চের মন্তব্য, ‘‘আরেকটা ১৯৮৪ সালের দাঙ্গা হতে দেওয়া যায় না’’। উল্লেখ্য, সিএএ-কে ঘিরে গত কয়েকদিন ধরে অশান্তির আগুনে জ্বলছে দিল্লি। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জখম হয়েছেন ২৫০ জনেরও বেশি মানুষ। দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।