Advertisment

অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে ফাঁসিতে চড়াব: দিল্লি হাইকোর্ট

কেন্দ্রকে স্পষ্ট করতে বলা হয়েছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছবে।

author-image
IE Bangla Web Desk
New Update
India needs Oxygen, Delhi High Court, Center, State

করোনা উদ্বেগের মধ্যে বেড়ে চলা অক্সিজেন চাহিদা নিয়ে ফের সরব হল দিল্লি হাইকোর্ট। শনিবার এক শুনানিতে কোর্ট জানিয়েছে, কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কাউকেই ছেড়ে কথা বলা হবে না। ‘প্রয়োজনে তাঁকে ফাঁসিতে ঝোলানো হবে’, শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছে আদালত। পাশাপাশি কেন্দ্রকে স্পষ্ট করতে বলা হয়েছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছবে।

Advertisment

দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় তরঙ্গকে ‘সুনামি’ আখ্যা দিয়ে শনিবার দিল্লি হাইকোর্ একটি মামলার পর্যবেক্ষণে এই হুঁশিয়ারি দিয়েছে। এদিকে, দেশের করোনার সাম্প্রতিক সংক্রমণ সুনামির মতো। এই আশঙ্কা প্রকাশ করে সংক্রমণ প্রতিরোধে ফের একবার কেন্দ্রের পরিকল্পনা জানতে চাইল দিল্লি হাইকোর্ট। মে’র দ্বিতীয় সপ্তাহে শীর্ষে উঠবে সংক্রমণ গ্রাফ।আপনারা কতটা তৈরি? ঠিক এই প্রশ্নই করেছে হাইকোর্ট।

এদিনের শুনানিতে আদালতে বলেছে, ‘আমাদের দেশে করোনার গ্রাফ শিখর ছোঁবে মে’র দ্বিতীয় সপ্তাহে। তখন সংক্রমণের সুনামি হবে। কিছু মানুষ মারা যাবে। কিন্তু যাঁদের বাঁচার সম্ভাবনা, তাঁদের নিয়ে কী ভাবনা কেন্দ্রের? নয়তো সেসব মানুষদেরও আমরা হারাব।‘

এদিকে, চলতি সপ্তাহে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া করোনার অব্যর্থ ওষুধ ভিরাফিন ব্যবহারের অনুমতি দিয়েছে। জাইডাস ক্যাডিলার এই ওষুধ ব্যবহারে সংক্রমিত প্রায় ৯১% রোগী একসপ্তাহের মধ্যে নেগেটিভ হয়ে উঠছেন।

এমনকি, সংক্রমিতের দেহে অক্সিজেনের তারতম্য রোধে কার্যকরী এই ভিরাফিন। এদিকে, করোনা সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যু বৃদ্ধি দেশে চিন্তার সবচেয়ে বড় কারণ। শনিবার রেকর্ড তৈরি হল দেশে। দৈনিক মৃত্যুও আড়াই হাজার ছাড়াল এই প্রথমবার।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন।গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার ২ হাজার ৬২৪ মৃত্যু হওয়ায় দেশে এখনও অবধি প্রাণ হারালেন ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন।

করোনা অতিমারীতে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর নতুন নজির তৈরি হল রাজধানী দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গিয়েছেন ৩৪৮ জন। দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০ জন। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১।

Center Delhi High Court State India needs Oxygen
Advertisment