Advertisment

ন্যাশনাল হেরাল্ড মামলা: দু'সপ্তাহের মধ্যে কার্যালয় খালি করার নির্দেশ

কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল শেষ ১০ বছর ধরে ওই জমিতে কোনো গণমাধ্যমের দফতর নেই, এবং জমিটি বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল দিল্লি উচ্চ আদালত। শুক্রবার, হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, দু'সপ্তাহের মধ্যে ফাঁকা করে দিতে হবে রাজধানীর জমি।

Advertisment

এর আগেই কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ন্যাশনাল হেরাল্ডের দিল্লির জমির লিজের মেয়াদ শেষ হওয়ায় জমি ছেড়ে দিতে হবে।কেন্দ্রের নির্দেশ না মেনে ন্যশনাল হেরাল্ডের প্রকাশক অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের পক্ষ থেকে আদালতে  আবেদন জানানো  হয় , “ আইনি ভাবেই ওই জমি বিগত ৫৬ বছর ধরে অধিকার করে রাখা হয়েছে”।  আবেদনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জমি না ছাড়লে কেন্দ্র থেকে ইতিমধ্যে সেই জমি নিলামে ওঠানোর হুমকিও দেওয়া হয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে পালটা বলা হয়েছিল শেষ ১০ বছর ধরে ওই জমিতে কোনো গণমাধ্যমের দফতর নেই, এবং জমিটি বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে।

দিল্লি উচ্চ আদালতের তরফে বিচারপতি সুনীল গওর ন্যাশনাল হেরাল্ডের প্রকাশক অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডকে দু'সপ্তাহের মধ্যে জমি ফাঁকা করার নির্দেশ দিয়েছে।

২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় সাপ্তাহিক পত্রিকা ন্যশনাল হেরাল্ড। পত্রিকার নির্দিষ্ট দফতর ছিল দিল্লির আইটিও চত্বর। ওই একই দফতর থেকে হিন্দি সাপ্তাহিক 'সানডে নভজীবন' প্রকাশ হত।

Read the full story in English

Advertisment