দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির কথিত মদ কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার জারি করা সমন মেনে না চলার জন্য ইডির অভিযোগে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের জারি করা সমনকে চ্যালেঞ্জ করে দায়রা আদালতে আবেদন করেছেন। এর আগে আদালত কেজরিওয়ালকে ১৬ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির কথিত মদ কেলেঙ্কারি মামলার কেন্দ্রীয় তদন্ত সংস্থার জারি করা সমন মেনে না চলার জন্য দুটি অভিযোগ দায়ের করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যে কেজরিওয়ালকে আটবার তলব করে। যদিও প্রতিবারই সমন এড়িয়ে গিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) দিব্য মালহোত্রা কেজরিওয়ালকে ১৬ মার্চ আদালতের সামনে হাজির হওয়ার নির্দেশ দেন। ইডি গত বুধবার, দ্বিতীয়বারের মতো দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে সমন মেনে না চলার অভিযোগে একটি অভিযোগ দায়ের করেছে। এই মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে এখনও পর্যন্ত আটটি সমন জারি করেছে ইডি।
অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি ইডি-কে চিঠি দিয়ে বলেছিলেন যে তিনি কেন্দ্রীয় সংস্থার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। ১২ মার্চের পরে তারিখ চেয়ে, কেজরিওয়াল বলেছিলেন যে তিনি ভিডিও-কনফারেন্সিংয়ের মাধ্যমে ইডির প্রশ্নের উত্তর দেবেন। ইডি, একটি আবেদনে কেজরিওয়ালকে তদন্তে "অসহযোগিতা করার জন্য দায়ি করে" ।
আরও পড়ুন : < Supreme Court Cook’s Daughter Achievement: ইস্পাতকঠিন লড়াইয়ে গগনভেদী সাফল্যের শিখরে, শেফ বাবার মেয়েকে শুভেচ্ছা খোদ প্রধান বিচারপতির >
আরও পড়ুন : < One Nation One Election Report: লোকসভা ভোটের আগে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে রিপোর্ট পেশ! >
আরও পড়ুন : < Amit Shah On CAA: ‘শরনার্থী-অনুপ্রবেশকারী ফারাক জানেন না’, সিএএ নিয়ে শাহী আক্রমণের মুখে মমতা >
আরও পড়ুন : < Arjun Singh-BJP: আজই দুরন্ত ‘পালাবদল’ বাংলায়, জোড়া-ফুল ছেড়ে এবার গন্তব্য কোথায়? ঘোষণা অর্জুনের >