Advertisment

Delhi liquor policy case: আদালতের রায়ে আজ বিকেলেই ভাগ্য নির্ধারণ, বড় বিপদের মুখে মুখ্যমন্ত্রী?

দিল্লির মুখ্যমন্ত্রী ৫ বার হাজিরা এড়িয়ে যাওয়ার পর ইডি রাউজ অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
ED team reaches Delhi Chief Minister Arvind Kejriwals residence in North Delhi Updates , দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি গোয়েন্দারা

ED: কোন মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন ইডি গোয়েন্দারা?

দিল্লির একটি আদালত বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দায়ের করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযোগের ভিত্তিতে তার আদেশ সংরক্ষণ করেছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা এই মামলায় আজ বিকেল ৪টেয় আদেশ ঘোষণা করতে পারেন।

Advertisment

দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি-র দায়ের করা আবেদনের উপর বুধবার শুনানি হয়। এই মামলায় দিল্লির রাউজ এভিনিউ আদালত বিকেল ৪টেয় তার রায় ঘোষণা করবে। আবেদনে, ইডি বলেছে দিল্লির কথিত আবগারি নীতির বিষয়ে পাঁচবার সমন পাঠানো সত্ত্বেও, কেজরিওয়াল হাজির হননি। এ ব্যাপারে তাঁর মনোভাব সহযোগিতামূলক নয়। দিল্লির মুখ্যমন্ত্রী ৫ বার হাজিরা এড়িয়ে যাওয়ার পর ইডি রাউজ অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়।

ইডি-র তরফে হাজির হয়ে এএসজি এসভি রাজু আদালতকে বলেন, যে অরবিন্দ কেজরিওয়ালকে ৫ বার সমন পাঠানো সত্ত্বেও তিনি তদন্তে কোনরকম সহযোগিতা করছেন না। পাশাপাশি তিনি অরবিন্দ কেজরিওয়ালকে সমন জারি করার জন্য আদালতকে অনুরোধ করেছে। আজ শুনানির সময়, আদালত ইডিকে জিজ্ঞাসা করেছিল যে তারা তাদের তরফে আরও কিছু যুক্তি উপস্থাপন করতে চায় কিনা। ইডি উত্তরে জানিয়েছে, তারা আর যুক্তি উপস্থাপন করতে চায় না। ইডি-র যুক্তি শোনার পর, রাউজ অ্যাভিনিউ আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন জারি করার বিষয়ে তার সিদ্ধান্ত সংরক্ষণ করে। এখন আদালত এবিষয়ে বিকেল চারটেয় তার রায় শোনাবেন।

উল্লেখ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনও পর্যন্ত দিল্লি আবগারি নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাঁচবার তলব করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী প্রতিবারই হাজিরা এড়িয়েছেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ইডির সমন বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

কেন্দ্রীয় সংস্থা সিআরপিসির ধারা ১৯০ এবং ২০০ এর অধীনে সমন এড়িয়ে যাওয়া এবং তদন্তে সহযোগিতা না করার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। তিনজন সিনিয়র আপ নেতা - প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং AAP কমিউনিকেশন ইনচার্জ বিজয় নায়ার - কে ইতিমধ্যেই এই মামলায় ইডি গ্রেফতার করেছে৷

ED Kejriwal
Advertisment