হায়দরাবাদে কবিতার বানজারা হিলসের বাসভবনে আজই সিবিআই জেরার মুখ পড়তে হবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে.কে. মঙ্গলবার চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা চন্দ্রশেখরকে। আজকের এই জেরা পর্ব ঘিরে বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। টিআরএস সূত্রের খবর, টিআরএস শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে অযথা বাসভবনের বাইরে ভিড় না করার জন্য। দলের তরফে সিবিআইকে এই মামলায় সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। সিবিআইয়ের জেরার মাত্র কয়েকঘন্টা আগে হায়দরাবাদে "যোদ্ধার কন্যা কখনও ভয় পাবে না" স্লোগান সহ বেশ কয়েকটি পোস্টার শহর জুড়ে নজরে এসেছে। পাশাপাশি দলের তরফে বলা হয়েছে "আমরা কবিতার পাশে আছি"।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই মামলার অন্যতম অভিযুক্ত। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এই বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করার পরে দিল্লি সরকারের নতুন আবগারি নীতি বাতিল করা হয়। দিল্লির মদ কেলেঙ্কারিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) জমা দেওয়া চার্জশিটে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নাম ছিল না, যাকে কেলেঙ্কারি সংক্রান্ত এফআইআর-এ উল্লেখ করা হয়েছিল। আপ নেতা বিজয় নায়ার এবং হায়দরাবাদের ব্যবসায়ী অভিষেক বোয়নাপল্লি সহ সাতজন অভিযুক্তের নাম চার্জশিটে পেশ করা হয়।
এর আগে গত ৬ ডিসেম্বর কবিতাকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় কবিতা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (সিবিআই) একটি চিঠি লিখেছেন, তাতে তিনি বলেছেন নির্ধারিত দিনে অন্য কর্মসুচী থাকায় সেদিন তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না। তবে তিনি সিবিআইকে জানিয়েছেন, একজন দায়িত্ববান নাগরিক হওয়ার কারণে তদন্তে তিনি সবরকম ভাবে সাহায্য করবেন তবে ৬ ডিসেম্বর তিনি সিবিআই দফতরে হাজির হতে পারবেন না। পরিবর্তে তিনি ১১, ১২, ১৪ বা ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোন দিনে হাজির থাকতে পারবেন বলেও তাঁর চিঠিতে উল্লেখ করেন কেসিআর কন্যা। তার সেই চিঠির ভিত্তিতেই আজ সিবিআই কবিতার বাসবভনেই তাকে জেরা করার সিদ্ধান্ত নেয়।
২ ডিসেম্বর সিবিআইয়ের তরফে পাঠানো সমনটিতে, সিবিআই বলেছে যে মদ কেলেঙ্কারির তদন্তে কিছু তথ্য উঠে এসেছে, কবিতাকে সেগুলি সম্পর্কে অবহিত করা এবং সেগুলির বিষয়ে তাকে জেরা করতে চায় সিবিআই। নোটিশে সিবিআই কবিতাকে হায়দরাবাদ বা দিল্লিতে তার অফিসে হাজির হতে বলে। মদ কেলেঙ্কারিতে ইতিমধ্যে সাত অভিযুক্তের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লির ডেপুটি সিএম মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ সহযোগী, বিজয় নায়ার এবং হায়দ্রাবাদের ব্যবসায়ী অভিষেক বোয়নাপল্লির নাম রয়েছে।