Advertisment

'সিসোদিয়ার গ্রেফতারির' বিরুদ্ধে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী, দিল্লি অচল হওয়ার সম্ভাবনা

মণীশ সিসোদিয়াকে আজ দিল্লির অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে

author-image
IE Bangla Web Desk
New Update
Manish Sisodia

সিবিআই দফতরে প্রবেশের মুখে মণীশ সিসোদিয়া।

দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অন্যতম নেতা মনীশ সিসোদিয়াকে দিল্লি মদ কেলেঙ্কারির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। দিল্লির মদ কেলেঙ্কারির মামলায় উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারের বিরুদ্ধে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে আপ নেতৃত্ব। গতকালই সিবিআই সিসোদিয়াকে ২০২১-২০২২ সালের আবগারি নীতির বিভিন্ন দিক নিয়ে প্রায় আট ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করে। আজ সোমবার আপের বিক্ষোভ কর্মসূচীর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে যেতে পারে জাতীয় রাজধানী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরণের ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ।

Advertisment

মণীশ সিসোদিয়াকে আজ দিল্লির অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে এবং সিবিআই তাদের ফেহাজত চেয়ে আদালতে একটি আবেদন করবে বলেই সূত্রের খবর। সিনিয়র আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া প্রথম থেকেই তদন্তে সহযোগিতা করছেন না এমনই অভিযোগ করেছেন সিবিআই। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর কার্যত তিনি এড়িয়ে গেছেন।

সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই চড়ছে উত্তেজনার পারদ। গত বছরের জুনে দিল্লির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পরে ফের সিবিআই র‍্যাডারে দিল্লির আরেক হেভিওয়েট নেতা। দিল্লির মদ নীতির মামলায় কয়েক ঘন্টা জেরার পর রবিবারই গ্রেফতার হয়েছেন তিনি ।

প্রবীণ এই আপ নেতাকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪৭৭ এ (প্রতারণার উদ্দেশ্য) এবং দুর্নীতি দমন আইনের সাত নম্বর ধারায় গ্রেফতার করে সিবিআই। সিসোদিয়াকে গতকাল দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য সকাল ১১ টায় সিবিআই সদর দফতরে ডাকা হয়। সূত্রের খবর নির্ধারিত সময়ের আগেই সিবিআই দফতরে পৌঁছান তিনি। কয়েক ঘন্টা ধরে টানা জেরা এরপর সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই।

সিবিআই সূত্রে জানা গিয়েছে আজ সকালে মনীশ সিসোদিয়ার সিবিআই সদর দফতরে একটি মেডিকেল পরীক্ষা করা হবে। তারপর তাঁকে আদালতে পেশ করা হবে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) দিল্লি আবগারি নীতি মামলায় আরও বিশদ তদন্তের জন্য সিসোদিয়ার হেফাজতে চেয়ে আদালতে আবেদন করবেন।

যদিও আপের তরফে সিসোদিয়ার গ্রেফতারের বিরুদ্ধে 'রাজনৈতিক প্রতিহিংসা' অভিযোগ তোলা হয়েছে। দলের তরফে দাবি করা হয়েছে সিসোদিয়ার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখন মেলেনি। আদালতে অভিযোগ প্রমাণ করার জন্য সিবিআইকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে। আম আদমি পার্টি এর আগে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে। দীর্ঘদিন জেল বন্দী থাকার পরও তাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়নি। বিজেপি পাল্টা জবাবে জানিয়েছে,সত্যেন্দ্র জৈন যদি নির্দোষ হন তবে কেন তিনি এখনও পর্যন্ত জামিন পাননি?

cbi AAP Manish Sisodia
Advertisment