Advertisment

রাজধানীতে একদিনে করোনায় কাবু ২০ হাজারের বেশি, পজিটিভিটি রেট প্রায় ৩১ শতাংশ

করোনা-জ্বরে কাঁপছে দিল্লি। প্রতিদিন হাজার-হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন দিল্লিজুড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 17,070 fresh Covid 19 cases 1 july 2022

দেশে করোনা পজিটিভিটি রেট বর্তমানে ৩.৪০ শতাংশ।

করোনা-জ্বরে কাঁপছে দিল্লি। শনিবার রাজধানীতে নতুন করে ২০ হাজার ৭১৮ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তবে আগের দিনের তুলনায় সংক্রমিতের সংখ্যা প্রায় ৪ হাজার কমেছে। রাজধানীতে করোনা পজিটিভিটি রেট বর্তমানে ৩০.৬৪ শতাংশ। গত বছরের এপ্রিল-মে মাসে সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় তোলপাড় পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। সেই সময়ে দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ছিল ৩৬ শতাংশেরও বেশি।

Advertisment

শনিবার দিল্লিতে করোনা পরীক্ষার সংখ্যা বেশ কমে গিয়েছে। গতকাল মোট ৬৭,৬২৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার ৭৯,৫০০টিরও বেশি করোনা টেস্ট হয়। বৃহস্পতিবার ৯৮ হাজার ৮০০ জনের বেশি মানুষের করোনা টেস্ট হয়েছিল। গত বুধবার ১ লক্ষ ৫ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হয়েছিল। এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, করোনা পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকাগুলির পর থেকে সরকারি নমুনা সংগ্রহ দুই-তৃতীয়াংশ কমে গিয়েছে।

কারণ, সাধারণ মানুষ উপসর্গ ছাড়াই চাহিদা অনুযায়ী পরীক্ষা করতে পারছেন না। শুধুমাত্র ইতিবাচক ক্ষেত্রে উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরই পরীক্ষা করা হচ্ছে। উপসর্গহীন ব্যক্তিদের বলা হয়েছে, অস্ত্রোপচার এবং ও অন্যান্য চিকিৎসার আগে করোনা পরীক্ষা করার দরকার নেই। করোনা পরীক্ষার নির্দেশিকায় বদলের সঙ্গেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যাও কমেছে। শনিবার দিল্লিতে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন- শিশুদের ক্ষেত্রে অনেকসময় ওমিক্রন হয়ে উঠতে পারে ‘বিপজ্জনক’, জানালেন AIIMS প্রধান

গত দু'দিন ধরে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। শনিবার দিল্লিতে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। দিল্লিতে এই মুহূর্তে ৯৩ হাজার ৪০৭ জন করোনা সক্রিয় রোগী রয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৬২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার প্রথমবারের মতো ভেন্টিলেটরে থাকা রোগীর সংখ্যা ১০০ পার করেছে। দিল্লির হাসপাতালগুলিতে এই মুহূর্তে অক্সিজেন সাপোর্টে রয়েছেন ৭৭৪ জন। এর আগের ওয়েভে দিল্লিজুড়ে হাসপাতাসলগুলির নিবিড় পরিচর্যা ইউনিটে ৫ হাজার ৭০০ জনেরও বেশি ভর্তি ছিলেন।

Read full story in English

coronavirus corona Delhi Corona
Advertisment