Advertisment

দিল্লি, মহারাষ্ট্রে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়, জনগণকে সতর্ক থাকার পরামর্শ

করোনার দাপট কমার সঙ্গে সঙ্গেই দিল্লি এবং মহারাষ্ট্রেও মাস্ক পরার নিয়ম শিথিল করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনার দাপট কমার সঙ্গে সঙ্গেই দিল্লি এবং মহারাষ্ট্রেও মাস্ক পরার নিয়ম শিথিল করা হয়েছে।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ১ এপ্রিল থেকে দেশজুড়ে কোভিড বিধিনিষেধ তুলে দেওয়ার কথা জানিয়েছে। তবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বিধি মানার পরামর্শ দেওয়া হয়েছিল। এবার করোনার দাপট কমার সঙ্গে সঙ্গেই দিল্লি এবং মহারাষ্ট্রেও মাস্ক পরার নিয়ম শিথিল করা হয়েছে। তবে ভিড়ে সংক্রমণ রুখতে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisment

সূত্রের খবর অনুসারে দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA), বৃহস্পতিবার লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের নেতৃত্বে এক বৈঠকে মাস্ক না পরার জন্য জরিমানার আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত মাসেই মাস্ক না পরার জন্য জরিমানার পরিমাণ ২০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছিল। যদিও DDMA এখনও এই বিষয়ে কোন নির্দেশ জারী করেনি। সেই সঙ্গে সাধারণ মানুষকে জনবহুল এলাকায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

দিল্লিতে বেশিরভাগ কোভিড নিষেধাজ্ঞা গত মাসেই শিথিল করা হয়েছিল। শুক্রবার থেকেই রাজধানী শহরে সমস্ত স্কুল কেবল অফলাইনেই তাদের ক্লাস পরিচালনা করবে।

আরো পড়ুন: শহরের ব্যস্ততম মোড়ে আধুনিক ফুটব্রিজ তৈরিতে বিশেষজ্ঞের পরামর্শ চাইল কলকাতা পুলিশ

এদিকে দিল্লির মত মহারাষ্ট্র সরকারও ঘোষণা করেছে ২ এপ্রিল থেকে তুলে নেওয়া হবে সকল কোভিড বিধিনিষেধ। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি বিবৃতিতে বলেছেন “গত দুবছর ধরে মহামারীর সঙ্গে আমরা সকলে আমাদের লড়াই জারী রেখেছি। বর্তমানে সংক্রমণের হার কমতে থাকায় আগামী ২ এপ্রিল থেকে সকল করোনা কালীন বিধিনিষেধ তুলে নেওয়া হবে”।

এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেছেন “তবে এর অর্থ এই নয় যে লোকেদের আত্মতুষ্ট হওয়া উচিত, তাদের সতর্ক হওয়া দরকার। যদিও মাস্ক পরা বাধ্যতামূলক নয়, তবে লোকেদের ভিড়ে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে”। সেই সঙ্গে তিনি বলেন বিশ্বের অনেক দেশেই মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। অবে আমরা এটি ঐচ্ছিক করেছি। যদিও মহারাষ্ট্র সরকার এই বিষয়ে এখনও সরকারি ভাবে কোন নির্দেশ জারী করেনি।   

Read full story in English

Maharashtra delhi
Advertisment