scorecardresearch

চাকরি করা নিয়ে বিবাদ, পুত্রবধূর মাথায় ইট দিয়ে মারলেন শ্বশুর

ভাইরাল অমানবিক ভিডিও।

চাকরি করা নিয়ে বিবাদ, পুত্রবধূর মাথায় ইট দিয়ে মারলেন শ্বশুর
পুত্রবধূর মাথায় ইট দিয়ে মারছেন শ্বশুর।

বাড়িতে বলে না থেকে চাকরি করতে চেয়েছিলেন পুত্রবধূ। ভেবেছিলেন এতে পরিবারকে সহায়তা করা যাবে। কিন্তু বাড়ির বউ চাকরি করবে তা মেনে নিতে পারেননি শ্বশুরবাড়ির লোকেরা। তবুও বাড়ির অমতে পুত্রবধূ চাকরি করার সিদ্ধান্তে অনড় ছিলেন। আর এতেই হুলস্থূলকাণ্ড বাঁধল। শ্বশুর-পুত্রবধূর তর্কাতর্কির মাঝেই এক সময় পুত্রবধূর মাথায় ইট দিয়ে মারলেন শ্বশুর। ঘটনা উত্তর পশ্চিম দিল্লির প্রেমনগরের।

২৬ বছরের পুত্রবধূর আঘাত ভয়াবহ। আপাতত সে হাসপাতালে ভর্তি। তবে ভাইরাল হয়েছে সেই অমানবিক ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, শ্বশুরের সঙ্গে তীব্র বাদানুবাদ হচ্ছে পুত্রবধূর। একসময় মহিলার দিকে হাতে ইট নিয়ে তেড়ে এগিয়ে যান শ্বশুর। তারপরই সেখান থেকে পুত্রবধূ অন্যত্র যাওয়ার চেষ্টা করলে শ্বশুর তাতে বাধা দেন। এরপরই রাগ সামলাতে না পেরে পুত্রবধূর মাথায় ইট দিয়ে আঘাত করেন শ্বশুর। এখানেই শেষ নয়। মহিলা যন্ত্রণায় ছটফট করতে করতে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে ফেলেন শ্বশুর। ফের ইট দিয়ে মাথায় মারেন। এরপরই চারদিক থেকে অন্যরা ছুটে ঘটনাস্থলে চলে আসেন।

পুলিশ জানিয়েছে যে তারা ভাইরাল ভিডিওটি দেখেছে, অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এক আধিকারিক বলেছেন, ‘মহিলা চিকিৎসাধীন এবং স্থিতিশীল। আপাতত আহত মহিলা বিবৃতি দেওয়ার পরিস্থিতিতে নেই। আমরা তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। তাঁদের অভিযোগ- মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল বলে শ্বশুর তাকে মারধর করেছে। মহিলা কাজ করে তাঁর পরিবারকে সাহায্য করতে চেয়েছিলেন।’

তদন্ত শুরু হলেও এই অমানবিক ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Delhi man assaults daughter in law with brick after row over getting a job