যাঁর ফোন চুরি করেছিলে, তাঁরই Olx অ্যাকাউন্ট থেকে সেই ফোন বেচে দেওয়ার পরিকল্পনা করেছিল সহকর্মী। এই অভিনব চুরি ও প্রতারণার চেষ্টার ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে।
ছবি তুলুন আর আপনার নিজস্ব অ্যাকাউন্টে পোস্ট করুন, ভরে ফেলুন Olx এর জানতে চাওয়া গুটি কয়েক প্রশ্নের উত্তর। ব্যাস, তাহলেই বিক্রির প্রস্তাব গ্রাহ্য। এরকম ভাবেই বেশ কয়েক বছর ধরে Olx মাধ্যমে চলছে ব্যবহৃত জিনিসের কেনাবেচা। কিন্তু তা বলে চুরির জিনিস ? হ্যাঁ সম্প্রতি সেটিও সম্ভব হয়েছে। তবে বিক্রি আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, তার আগেই হাতে নাতে পাকড়াও অতি বুদ্ধিমান চোর। ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারার বড়া বাজারে।
কেউ অভাবে কেউ স্বভাবে চুরি করে। বছর ২১ এর বিশাল যে টানেই চুরি করুক না কেন বুদ্ধির জোর আছে বলা বাহুল্য। তবে সেই দুষ্টুবুদ্ধি বেশিদূর পর্যন্ত বাড়তে পারেনি। তার আগেই খপ্পরে পরেছে দিল্লি পুলিশের। দিন কয়েক আগে চাকরির খোঁজে শাহদারার বড়ো বাজারে এসেছিল বিশাল। এক দোকানে কাজের সুযোগ হয়। সেই দোকানের সহকর্মীর ফোনই চুরি করে বিশাল। তারপর তারই Olx অ্যাকাউন্টের মাধ্যমে সেটাকে বিক্রি করার চেষ্টা করে। কোনো ক্রমে বিক্রি হয়ে গেলে, চোর অপবাদ যে বিশালের ঘাড়ে আর পড়ত না সে বিষয়ে নিশ্চিত ছিলেন চোর বাবাজি। কারণ বিক্রি হয়ে গেলে, Olx অ্যাকাউন্টের মাধ্যমে প্রমাণ হত, সে নিজেই বিক্রি করেছে তার ফোন।
আরও পড়ুন: ভাল থাকতে চান? জেনে নিন কী কী করবেন না
শাহদারা জেলার সাইবার সেল অভিযান চালাতে শুরু করলে হাতে এসে পৌঁছয় ফোনের IP নম্বর। যা দিয়ে সহজেই খুঁজে পাওয়া সম্ভব থাকে চুরি হয়ে যাওয়া ফোন। খোঁজ খবরের শুরুতেই পাওয়া যায় ফোনের বর্তমান হদিশ। পুলিশ জানায় ওই দোকানে কর্মরত আদেশ আগরওয়ালের কথাতেই দিন কয়েক আগে কাজ পায় বিশাল। আর তাঁরই ফোন চুরি করে Olএ বেচে দেওয়ার পরিকল্পনা করেছিল বিশাল।
দোকানের CCTV ফুটেজেও পরিষ্কার ধরা পড়েছে বিশালের কর্মকাণ্ড। সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছেন আগরওয়াল। পাশাপাশি অভিযোগ জানিয়েছেন হ্যাক করা হয়েছে তাঁর OLX অ্যাকাউন্ট। এরপর প্রথমে মোবাইল নম্বর ট্রেস করে বিশালকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।