দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র এবং স্থায়ী কমিটির সদস্যদের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। আম আদমি পার্টি, গত ডিসেম্বরে দিল্লি এমসিডি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আপের তরফে মেয়র পদে শেলি ওবেরয়কে প্রার্থী করা হয়েছে, অন্যদিকে দিল্লির মেয়র পদে বিজেপির পছন্দ তিন বারের কাউন্সিলর রেখা গুপ্তা।
আজ নতুন মেয়র পেতে চলেছে দিল্লি। এমসিডি-এর সদর দফতর সিভিক সেন্টারে মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি স্পষ্ট জানিয়েছে কোনও অবস্থাতেই তারা তাদের প্রার্থীর নাম প্রত্যাহার করবে না। এমন পরিস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদের নির্বাচন কোনভাবেই সম্ভব নয়। ভোটের মাধ্যমেই নির্বাচন হবে। আম আদমি পার্টি ইস্ট প্যাটেল নগর কাউন্সিলর ডাঃ শেলী ওবেরয়কে মেয়র পদের প্রার্থী হিসাবে মনোনীত করেছে। একইসঙ্গে শালিমার বাগ-বি ওয়ার্ড কাউন্সিলর রেখা গুপ্তা বিজেপির তরফে প্রার্থী হয়েছেন।
দিল্লি এমসিডি-তে নির্বাচিত ২৫০ জন নতুন কাউন্সিলর মেয়র নির্বাচনের আগে শপথ নেবেন। এরপরই হবে মেয়র পদে নির্বাচন। নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ করেছেন দিল্লির এলজি। বৃহস্পতিবার, গৌতমপুরী ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সত্য শর্মাকে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগের আদেশ জারি করা হয়। তার তত্ত্বাবধানে মেয়র নির্বাচন হবে। তিনি পূর্ব এমসিডির প্রাক্তন মেয়রও ছিলেন। আম আদমি পার্টি এই নিয়োগের বিরোধিতা করেছে।
আরও পড়ুন: < বিমানেই মহিলার গায়ে প্রস্রাব, অভিযুক্তের খোঁজে ‘লুক আউট’ নোটিস? কী জানাল দিল্লি পুলিশ >
নিয়ম অনুযায়ী, দিল্লির জেলাশাসক সন্তোষ কুমার রাই প্রথমে সত্য শর্মাকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর প্রিসাইডিং অফিসার হিসেবে সত্য শর্মা অন্য সব কাউন্সিলরকে একে একে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান শেষে নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। বিশেষজ্ঞদের মতে, ২৫০ জন জনপ্রতিনিধি ছাড়াও, ১০ জন দিল্লির সাংসদ এবং বিধানসভার স্পিকার দ্বারা মনোনীত ১৪ জন বিধায়কও মেয়র পদে নির্বাচনে ভোট দিতে পারবেন।
আম আদমি পার্টির পক্ষে ২৫০টি আসনের এমসিডিতে ১৩৪ জন কাউন্সিলর রয়েছে। দিল্লির ৩ জন রাজ্যসভার সাংসদ এবং ১৪ জন মনোনীত বিধায়কের মধ্যে ১৩ জনও আম আদমি পার্টির। সেই দিক থেকে আপের তরফে মেয়র পদে অন্তত ১৫০ ভোট নিশ্চিত। অন্যদিকে, ১০৫ জন জনপ্রতিনিধি ছাড়াও, বিজেপি ৭ লোকসভা সাংসদ এবং একজন বিধায়কের ভোটও মেয়র প্রার্থীপদে। সংখ্যার বিচারে বিজেপি প্রার্থীও অন্তত ১১৩ ভোট পাবেন। এখন দেখার বিষয় ৯ জন কংগ্রেস এবং বাকি ৩ নির্দল কাউন্সিলরের ভোট কার দিকে যায়। যদিও এমসিডি নির্বাচনে ৪ জন নির্দল প্রার্থী জয়ী হন। তবে তাদের মধ্যে একজন গজেন্দ্র দারাল অতীতে বিজেপিতে যোগ দিয়েছিলেন।