Advertisment

Delhi Metro News: ৪০ লক্ষ নগদ, ৮৯ টি ল্যাপটপ, ১৯৩টি মোবাইল! মেট্রোতে আর কী কী ভুলে চলে গেলেন? জানলে চোখ কপালে উঠবে!

Delhi Metro News: সম্প্রতি দিল্লি মেট্রো গত বছর মেট্রোয় যাত্রীদের ফেলে যাওয়া জিনিসপত্রের তালিকা প্রকাশ করেছে যা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ সকলের।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro,west bengal news today,latest bengali news,কলকাতা মেট্রো

৪০ লক্ষ নগদ, ৮৯ টি ল্যাপটপ, ১৯৩টি মোবাইল! মেট্রোতে আর কী কী ভুলে চলে গেলেন? জানলে চোখ কপালে উঠবে!

Delhi Metro News: মেট্রোয় যাতায়াতের সময় বহু ক্ষেত্রেই যাত্রীরা তাদের  সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে মেট্রো থেকে নামতে ভূলে যান। এবার সামনে এল চোখ কপালে তোলার মত খবর।  মেট্রোয় ভ্রমণের সময় ৪০ লক্ষ টাকা নগদ, ৮৯টি ল্যাপটপ এবং ১৯৩টি মোবাইল ফেলে রেখে যান যাত্রীরা। সম্প্রতি দিল্লি মেট্রো গত বছর মেট্রোয় যাত্রীদের ফেলে যাওয়া জিনিসপত্রের তালিকা প্রকাশ করেছে যা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ সকলের। 

Advertisment

মেট্রোতে মানুষ প্রায়ই তাদের গন্তব্যে মূল্যবান জিনিসপত্র ভুলে যান। গত বছর অর্থাৎ ২০২৪ সালে মেট্রো ভ্রমণের সময় যাত্রীদের লাগেজ ফেলে যাওয়ার পরিসংখ্যান রীতিমত চমকে দেবে। দিল্লি মেট্রোয় গত বছর যাতায়াতের সময় মেট্রোতে ৪০ লক্ষ টাকারও বেশি মূল্যের নগদ টাকা, ৮৯টি ল্যাপটপ, ১৯৩টি মোবাইল ফোন এবং ৯ মঙ্গলসূত্র ফেলে রেখে গেছেন। CISF-এর তরফে জমা দেওয়া তালিকা অনুসারে সেগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। অসাবধানতাবশত দিল্লি মেট্রোয় অনেক জিনিসপত্র ফেলে রেখে গিয়েছিলেন যাত্রীরা। 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৪০.৭৪ লক্ষ টাকা নগদ ছাড়াও, সিআইএসএফ কর্মীরা ৮৯টি ল্যাপটপ, ৪০টি ঘড়ি এবং ১৯৩টি মোবাইল ফোন উদ্ধার করেছেন সিআইএসএফ জওয়ানরা। উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে ১৩ জোড়া নুপুর, আংটি এবং চুড়ি। সিআইএসএফ কর্মীরা মেট্রো চত্বর থেকে মার্কিন ডলার, সৌদি রিয়াল বিদেশী মুদ্রাও উদ্ধার করেছেন। সেগুলিও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।  

 গত বছর দিল্লি মেট্রোতে ৫৯ জন আত্মহত্যার চেষ্টা করেন। তার মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। ৩৩ জন আহত হয়েছেন। যাত্রী এবং তাদের লাগেজের নিরাপত্তা তল্লাশির সময় সিআইএসএফ কর্মীরা ৭৫টি কার্তুজ এবং সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন।

Advertisment

 

Delhi Metro
Advertisment