Advertisment

দিল্লিতে একই পরিবারের ১১ জনের রহস্যমৃত্যু!

একই পরিবারের ১১ জনের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল উত্তর দিল্লির বুরারি এলাকায়।কী কারণে এই মৃত্যু সে সম্পর্কে কিছু না জানালেও খুনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi, muder, দিল্লি, খুন

দিল্লিতে একই পরিবারের ১১ জনের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ছবি- গজেন্দ্র যাদব, ইন্ডিয়ান এক্সপ্রেস।

রহস্যের মোড়কে রবিবারের দিন শুরু হল দিল্লির। একই পরিবারের ১১ জনের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। উত্তর দিল্লির বুরারি এলাকায় বাড়ির মধ্য থেকে ১১ জনের দেহ উদ্ধার হল। চোখ বাঁধা অবস্থায় ১০ জনের দেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার দেহ বাড়ির মেঝেতে মিলেছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি বলে জানতে পেরেছে পুলিশ। কী কারণে এই ঘটনা, তা নিয়ে ধন্দে পুলিশ।

Advertisment

১১ জনের মধ্যে ৭ জন মহিলা ও বাকি ৪ জন পুরুষ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদের মধ্যে দু’জন শিশু রয়েছে বলেও খবর। সকাল ৮টা নাগাদ বুরারি এলাকার সন্ত নগরে গুরু গোবিন্দ সিং হাসপাতালের কাছ থেকে একটি ফোন পায় পুলিশ। ওই ফোনে পুলিশকে গোটা ঘটনা জানানো হয়। ওই পরিবারের প্লাইউডের ব্যবসা ছিল বলে জানতে পেরেছে পুলিশ। তাঁরা  ওই এলাকায় গত ২০ বছর ধরে মৃতরা বাস করেছিলেন।

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই মৃত্যু সে সম্পর্কে কিছু না জানালেও খুনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

আরও পড়ুন, বধূ নির্যাতনের মামলায় অভিযুক্ত কাঠুয়া কাণ্ডের আইনজীবী

এ ঘটনা সামনে আসার পরেই, ঘটনাস্থলে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। এ ঘটনা প্রসঙ্গে কেজরিওয়াল বলেন,‘‘প্রতিবেশীদের সঙ্গে কথা হয়েছে। ওঁরা জানালেন, এঁদের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। পুলিশ তদন্ত করছে, এখনই বলা সম্ভবন নয় কী ঘটেছিল।’’

দেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

crime national news
Advertisment