Advertisment

K Kavitha: আদালতে বড় ধাক্কা, জামিনের আবেদন খারিজ কেসিআর কন্যার

তদন্তকারী সংস্থা এদিন আদালতে জানিয়েছে, কবিতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi News Live Updates: The ED took Kavitha — a member of the Telangana Legislative Council and daughter of former chief minister K Chandrashekar Rao — into custody from Hyderabad on March 15. (PTI/File)

দিল্লি নিউজ লাইভ আপডেট: ইডি কবিতাকে — তেলেঙ্গানা আইনসভার সদস্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা —কে ১৫ মার্চ হায়দরাবাদ থেকে হেফাজতে নিয়েছিল। (পিটিআই/ফাইল)

দিল্লি আফগারি নীতি মামলায় ধৃত BRS নেত্রী কবিতার জামিনের আবেদন খারিজ করেছে অ্যাভিনিউ আদালত। ইডি গত মাসে কেসিআর কন্য কে কবিতাকে এই মামলায় গ্রেফতার করে। এরপর থেকে তিনি তিহার জেলে বন্দী।

Advertisment

সপ্তাহের শুরুতেই দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত থেকে বড় ধাক্কা পেলেন BRS নেত্রী কে কবিতা। দিল্লির মদ নীতি মামলায় তিহার জেলে বন্দী কবিতার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করেছে আদালত। বিআরএস নেত্রী কবিতা গত মাসে মদ নীতি মামলায় গ্রেফতার হন।

২ এপ্রিল তাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা তার নাবালক ছেলের স্কুল পরীক্ষার কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন। মদ কেলেঙ্কারির মামলায় ইডি-র রিমান্ডের পর তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

ইডি অভিযোগ করেছে যে কবিতা 'সাউথ গ্রুপ'-এর এক গুরুত্বপূর্ণ সদস্য। দিল্লিতে মদের লাইসেন্সের বিনিময়ে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। বিআরএস সমর্থকদের বিক্ষোভের মধ্যে ৪৬ বছর বয়সী কবিতাকে তার বানজারা হিলসের বাসভবন থেকে ১৫ মার্চ গ্রেফতার করে ইডি। এর পরের দিন তাকে সাত দিনের জন্য ইডি হেফাজতে পাঠানো হয়। পরে তার হেফাজতের মেয়াদ তিনদিন বাড়ানো হয়।

গত মঙ্গলবার তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তদন্তকারী সংস্থা এদিন আদালতে জানিয়েছে, কবিতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলে তিনি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করবেন। ইডির তরফে আদালতে দাবি করা হয় কবিতার ছেলের ১২টির মধ্যে ৭টি পরীক্ষা হয়ে গেছে। তিনি একা নন, কারণ তার বাবা এবং বড় ভাইও তার সঙ্গে রয়েছেন।

Delhi liquor scam
Advertisment