Advertisment

Manish Sisodia: 'সত্যের জয়'…! সিসোদিয়ার জামিনের সুপ্রিম আদেশে খুশির হাওয়া আপ শিবিরে

মণীশ সিসোদিয়া গত ১৬ মাস ধরে কারাগারে রয়েছেন। গ্রেফতারের পর তিনি মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেন।

IE Bangla Web Desk এবং Sayan Sarkar
New Update
Delhi News Live Updates: Former Chief Minister of Delhi Manish Sisodia.

দিল্লি নিউজ লাইভ আপডেট: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। (এক্সপ্রেস আর্কাইভস)

Manish Sisodia: দিল্লির আফগারি নীতি মামলায় জামিন পেলেন মণীশ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন মঞ্জুর করেছে। উল্লেখ্য দিল্লির মদ নীতি মামলায় গ্রেফতার হওয়া মণীশ সিসোদিয়া গত ১৭ মাস ধরে কারাগারে রয়েছেন। গ্রেফতারের পর তিনি মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেন। আজ সন্ধ্যায় সিসোদিয়া জেল থেকে ছাড়া পাবেন বলে খবর। এর আগে, মণীশ সিসোদিয়া দিল্লি হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন যেখানে তার জামিনের আবেদন খারিজ করা হয়েছিল।

Advertisment

দিল্লির মদ কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন মণীশ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট আজ দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেছেন। সিসোদিয়াকে গত বছরের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর থেকে তিনি জেলবন্দী ছিলেন। শীর্ষ আদালত ১০ ​​লাখ টাকার ব্যক্তিগত বন্ডে সিসোদিয়ার জামিন মঞ্জুর করেছে। এদি দিন জামিন দিয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দিনের পর দিন সিসোদিয়াকে জেলে আটকে রাখাটা তাঁর নৈতিক অধিকারের বিরোধী। তবে জামিন দিলেও আপ নেতার উপর কিছু শর্ত আরোপ করা হয়েছে।

শীর্ষ আদালত সিসোদিয়ার জামিনের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। সিসোদিয়াকে তাঁর পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রতি সোমবার তদন্তকারী আধিকারিকের কাছে তাকে রিপোর্ট করতে হবে বলেও জানিয়েছে আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ কোন ভাবেই তিনি এই মামলায় সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবে না। ট্রায়াল কোর্টে পাঠানোর ইডির দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন - < PM Modi On Yunus: ‘হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন’, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা, গর্জে উঠলেন মোদী >

জামিন পাওয়ার পর মণীশ সিসোদিয়ার আইনজীবী হৃষিকেশ কুমার জানান, সুপ্রিম কোর্ট মণীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। মণীশ সিসোদিয়া ১৭ মাস জেলে কাটিয়েছেন। মণীশ সিসোদিয়া জামিন পাওয়ার পর আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে মিষ্টি বিতরণ করা হয়। সিসোদিয়া জামিন পাওয়ার পর AAP নেতাদের মধ্যে খুশির হাওয়া। মনীশ সিসোদিয়ার জামিন পাওয়ার বিষয়ে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, "এটা সত্যের জয়। আমি আগেই বলেছি, এই মামলায় কোনো সত্য/প্রমাণ নেই"।

supreme court Manish Sisodia
Advertisment