Arvind Kejriwal: মদ কেলেঙ্কারি মামলায় বড়সড় স্বস্তি কেজরিওয়ালের, অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর

অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।

অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi live arvind kejriwal

দিল্লি নিউজ লাইভ আপডেট: দিল্লি নিউজ লাইভ আপডেট: দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (এএপি) নেতা অভিন্দ কেজরিওয়াল। (ফাইল ছবি)

মদ কেলেঙ্কারি মামলায় বিরাট স্বস্তি। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। মদ কেলেঙ্কারি মামলায় ইডির দুটি অভিযোগের ভিত্তিতে আদালতে এদিন হাজিরা দেন কেজরিওয়াল।

Advertisment

মদ কেলেঙ্কারি মামলায় আটবার কেজরিওয়ালকে সমন জারি করেছে ইডি। প্রতি ক্ষেত্রেই তিনি ইডির সমন এড়িয়ে গিয়েছেন। এনিয়ে ইডি দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ দায়ের করে। তার শুনানিতে আজ সশরীরে আদালতে হাজিরা দেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার (১৬ মার্চ) দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত জামিন মঞ্জুর করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১ এপ্রিল সকাল ১০টায়। এদিন আদালত একটি মামলায় কেজরিওয়ালকে ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং অন্য মামলায় ১ লাখ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে।

আদালতের সিদ্ধান্তের বিষয়ে আম আদমি পার্টির আইনি প্রধান সঞ্জীব নাসিয়ার বলেছেন যে আদালতে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, 'ইডি সমন সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট যে তারা আইন অনুযায়ী নয় এবং বেআইনি ভাবে সমন জারি করেছে। এখন আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে'। গত ৭ মার্চ তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

Advertisment

মদ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি এখনও পর্যন্ত ৮ টি সমন পাঠিয়েছে অরবিন্দ কেজরিওয়ারকে। ২৭ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২ ফেব্রুয়ারি, ১৭ জানুয়ারি, ৩ জানুয়ারি, ২১ ডিসেম্বর এবং ২নভেম্বর কেজরিওয়ালকে সমন পাঠানো হয়েছিল। তবে তিনি একবারের জন্যও হাজিরা দেন নি। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

Kejriwal