Advertisment

বন্ধ প্রাথমিক স্কুল, ফিরতে চলেছে অনলাইন পঠন-পাঠন, কেন এমন সিদ্ধান্ত সরকারের?

১০ নভেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত প্রাথমিক বিদ্যালয়।

author-image
IE Bangla Web Desk
New Update
India News, headlines, breaking, photos, images, live blogs, live updates India"

১০ নভেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত প্রাথমিক বিদ্যালয়।

দূষণের মধ্যে কেজরিওয়াল সরকারের বড় সিদ্ধান্ত, ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত প্রাথমিক বিদ্যালয়।  ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনলাইন ক্লাসের ঘোষণা।

Advertisment

দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি রবিবার বলেছেন, রাজধানীতে বায়ু দূষণের পরিপ্রেক্ষিপ্তে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলি ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে, স্কুলগুলিকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনলাইন পঠনপাঠনের বিকল্প দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী অতীশি আরও বলেছেন। দিল্লিতে বায়ু দূষণ মাত্রা চরমে পৌঁছেছে।  শিশুদের জন্য তা খুবই ক্ষতিকর।  এই কারণেই বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লি সরকার ১০ নভেম্বরের মধ্যে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

গত পাঁচ দিনের মতো রবিবার সকালেও ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছিল রাজধানী। সেখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বর্তমানে ৪৬০। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অনুসারে, দিল্লির বাতাসের মান রবিবার টানা চতুর্থ দিনে 'গুরুতর', যদিও সামগ্রিক বায়ু দূষণে মানের সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) শনিবার ৫০৪ এর তুলনায় আজ রবিবার সামান্য হ্রাস পেয়ে ৪১০-এ নেমেছে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর তথ্য অনুসারে, সকালে, দিল্লির আয়া নগরে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৬৪ , দ্বারকা সেক্টর-8-এ ৪৮৬, জাহাঙ্গীরপুরিতে ৪৬৩ এবং IGI বিমানবন্দর (T3) এর আশেপাশে AQI ৪৮০ রেকর্ড করা হয়েছিল।

delhi air pollution
Advertisment