scorecardresearch

শতাধিক জায়গায় তল্লাশি, উদ্ধার কোটি কোটি মূল্যের মাদক সামগ্রী, গ্রেফতার ৪৩

দিল্লি জুড়ে ৬৪টি হটস্পটকে চিহ্নিত করেছে পুলিশ।

one accused arrest in barackpur shootout case
প্রতীকী ছবি।

মাদক উদ্ধার অভিযানে ১০০টির বেশি জায়গায় তল্লাশি, ৪৩ জনকে গ্রেফতার পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে মাদক সামগ্রী, নগদ টাকাও। শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পেল দিল্লি পুলিশ। তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে ৯৫৭ গ্রাম হেরোইন, ৫৭.৮৮ কেজি গাঁজা এবং এক কোটিরও মূল্যের মাদক সামগ্রী।  

শুক্রবার রাতে, দিল্লি পুলিশের বিশেষ অপরাধ দমন শাখার আধিকারিকরা মাদক বিরোধী অভিযানে নেমে দিল্লি ও সংলগ্ন অঞ্চলের ১০০টির বেশি জায়গায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে ৩১ জনকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চের মাদকবিরোধী টাস্কফোর্স। একইসঙ্গে মদ চোরাচালানের সঙ্গে জড়িত ১২ জনকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ৯৫৭ গ্রাম হেরোইন, ৫৭.৮৮ কেজি গাঁজা এবং এক কোটিরও বেশি মূল্যের মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ক্রাইম ব্রাঞ্চের বিশেষ কমিশনার রবীন্দ্র সিং যাদব জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশে মাদকবিরোধী টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকমুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়নে নিয়োজিত রয়েছে টাস্কফোর্স। লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা এবং পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার নির্দেশনায় কাজ চলছে।

শুক্রবার রাতে, মাদকবিরোধী টাস্ক ফোর্স-এর (এএনটিএফ)সদস্যরা এবং স্থানীয় পুলিশের সহযোগীতায় রাতভর তল্লাশি অভিযান চালায়। অভিযান চলাকালীন, ৩০টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ৩১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মদ চোরাচালানের ছয়টি মামলাও দায়ের করা হয়েছে সেই সঙ্গে ১২জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকসামগ্রী উদ্ধার করা হয়েছে।

বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব বলেছেন যে ২০২৩ সালে, পুলিশ মাদক পাচারের ৪১২ টি মামলায় মোট ৫৩৪ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৩৫ কেজি হেরোইন, ১৫ কেজি কোকেন, ১৫০০ কেজি গাঁজা, ২৩০ কেজি আফিম, ১০ কেজি চরস ও ২০ কেজি অন্যান্য মাদকসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া মদ চোরাচালানের সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার ও হাজার হাজার লিটার মদ বাজেয়াপ্ত করেছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Delhi police arrest more than 43 peddlers identify over 64 drug hotspots after coordinated raids