সূত্রের খবর, রাজধানীতে বড়সড় হামলার ছক কষেছিল জইশ-ই-মহম্মদ। তবে সেই সন্ত্রাসবাদী হামলার হাত থেকে রক্ষা পেল দিল্লি। সৌজন্যে দিল্লি পুলিশের তৎপরতা। সোমবার রাতে অপারেশন চালিয়ে দুই জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গেই তারা জড়িত বলে অনুমান। রাজধানীতে বড়সড় হামলার ছক কষেছিল বলেই জানা গিয়েছে। সূত্র মারফৎ, এই খবর পেয়েই তৎপরতার সঙ্গে অপারেশনের পরিকল্পনা করে ফেলে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডিএসপি সঞ্জীব যাদব জানিয়েছেন, ধৃত ২ জঙ্গির বিষয়ে জানতে পেরেই দিল্লির মিলেনিয়াম পার্ক, সেরাই কালে খান অঞ্চলে সোমবার রাতে ফাঁদ পাতে তাঁরা। রাত সাড়ে ১০টা বেজে ১৫ মিনিট নাগাদ সংশ্লিষ্ট অঞ্চলে দুই ব্যক্তি পৌঁছলেই দিল্লি পুলিশের স্পেশ্যাল টিম তাদের গ্রেফতার করে।
ধৃত ২ জঙ্গির মধ্যে একজনের নাম সানাউল্লাহ মীর। সে বারামুলা অঞ্চলের পালা মহল্লার বাসিন্দা। বয়স মাত্র ২২ বছর। অন্যজনের নাম আসরফ খানা। কুপওয়ারার হাটমুল্লা গ্রামের বাসিন্দা সে। পুলিশি সূত্রে খবর, আপাতত ওই দুই জঙ্গিকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দশ রাউন্ড গুলি-সহ তাদের কাছ থেকে ২টি সেমি অটোমেটিক পিস্তলও উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরেরই আগাস্ট মাসে বড়সড় জঙ্গিহানা আটকায় দিল্লি পুলিশ। ধৃতদের পাশাপাশি তাদের কাছ থেকে ১৫ কেজি আইইডি বিস্ফোরকও উদ্ধার করেছিল সেসময়ে দিল্লি পুলিশ।