Advertisment

Delhi Police: সাতসকালেই মন্ত্রীর বাড়িতে দিল্লি পুলিশের বিশেষ দল, ব্যাপারটা কী?

বিজেপির বিরুদ্ধে বিধায়কদের কেনার অভিযোগের অ্যাকশনে দিল্লি পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
atishi and kejriwal

বিজেপির বিরুদ্ধে বিধায়কদের কেনার অভিযোগের অ্যাকশনে দিল্লি পুলিস।

বিজেপির বিরুদ্ধে আপ বিধায়ক কেনার অভিযোগের ভিত্তিতে অ্যাকশনে দিল্লি পুলিস। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তাকে নোটিস দিয়ে আসেন। আজ রবিবার সকাল দেশের রাজধানী দিল্লিতে আম আদমি পার্টির মন্ত্রী অতীশিকে নোটিস দিতে তাঁর বাসভবনে পৌঁছেছেন। বিধায়ক কেনা-বেচার অভিযোগে আপ এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে রাজনীতি তুঙ্গে।

Advertisment

শনিবার, এই বিষয়ে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর বাসভবনে গিয়ে এই বিষয়ে তাঁকে একটি নোটিস দিয়ে আসেন। সূত্রের খবর, দিল্লি পুলিশের বিশেষ দল যখন মন্ত্রী অতীশির বাসভবনে যান সেই সময় তিনি বাড়ি ছিলেন না। অতীশির ওএসডির সঙ্গে দেখা করার পর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দল প্রায় এক ঘণ্টা পর ফিরে আসেন। অতীশীর ওএসডিকে নোটিস দিয়ে আসে ক্রাইম ব্রাঞ্চ-এর আধিকারিকরা।

গত সপ্তাহে দিল্লি সরকারের মন্ত্রী অতীশি ভারতীয় জনতা পার্টির নেতাদের বিরুদ্ধে আম আদমি পার্টি দিল্লির বিধায়কদের টাকার বিনিময়ে দলবদলের মত মারাত্মক অভিযোগ করেছিলেন। অতীশি একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে বিজেপি নেতারা দিল্লির সাতজন AAP বিধায়কের সাথে যোগাযোগ করেছেন এবং প্রত্যেককে ২৫ কোটি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অতীশি বিজেপির বিরুদ্ধে দল ভাঙার রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করেছিলেন।

এদিকে দিল্লি পুলিশের তৎপরতা প্রসঙ্গে এক্স-এ একটি পোস্টে, মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আমি এই অপরাধ শাখার পুলিশ অফিসারের প্রতি সহানুভূতি প্রকাশ করি। তাদের কি দোষ? তাদের কাজ দিল্লিতে অপরাধ বন্ধ করা। কিন্তু অপরাধ বন্ধ না করে এ ধরনের 'নাটক' করছেন তারা। সেই কারণেই দিল্লিতে অপরাধ বাড়ছে"।

Delhi Police
Advertisment