Advertisment

চিনের টাকায় ভারতবিরোধী প্রচার? প্রখ্যাত সংবাদসংস্থার একাধিক ঠিকানায় পুলিশি অভিযান

চিনের তহবিল এই সংস্থায় ঢোকে বলেও সন্দেহ দানা বেঁধেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
newsclick raids, delhi police raids newsclick journalists

একযোগে ৩৫টি ঠিকানায় হানা দিল্লি পুলিশের।

মঙ্গলবার একটি অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত একাধিক ঠিকানা ও সংস্থার সাত সাংবাদিকের বাড়িতে তল্লাশি দিল্লি পুলিশের বিশেষ দলের। এদিন অন্তত ৩৫টি জায়গায় অভিযানে দিল্লি পুলিশের বিশেষ দল। নিউজ পোর্টাল নিউজক্লিকের সঙ্গে যুক্ত একাধিক ঠিকিনায় হানা পুলিশের।

Advertisment

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে নিউজ পোর্টালটির বিরুদ্ধে দিল্লি পুলিশের বিশেষ সেল একটি নতুন মামলা দায়ের করেছে। সংস্থাটি দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে রয়েছে। চিনের তহবিল এই সংস্থায় ঢোকে বলেও সন্দেহ দানা বেঁধেছে।

সূত্র মারফত জানা গিয়েছে, সংস্থাটিতে অবৈধভাবে তহবিল নেওয়া হয়েছে। সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনও নথিও জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সংস্থার সাংবাদিকদের একজন অভিসার শর্মা এক্স-এ পোস্ট করেছেন, “দিল্লি পুলিশ আমার বাড়িতে এসেছে। আমার ল্যাপটপ আর ফোন কেড়ে নিচ্ছে…।"

মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ নিউজক্লিক সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িতে তাঁদের বিশেষ দল পাঠিয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, তাঁরা সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোনসহ নানা ডিভাইস বাজেয়াপ্ত করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সাংবাদিককে আটকও করা হয়েছে।

পুলিশ নিউজ পোর্টাল এবং তার প্রতিষ্ঠাতা/সম্পাদকের বাড়ি এবং একাধিক ঠিকানায় অভিযান চালাচ্ছে। এমনকী তিস্তা শীতলবাড়ের বাড়ি সহ মুম্বইতেও অভিযান চালানো হয়। এদিকে, কৌতুক অভিনেতা সঞ্জয় রাজৌরাকে জিজ্ঞাসাবাদের জন্য লোধি কলোনিতে দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থেই তাঁরা কয়েকজনকে আটক করতে পারে। ইডির তদন্তের ভিত্তিতেই পুলিশের এই অভিযান বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, "তদন্ত সংস্থাগুলি স্বাধীন এবং তাঁরা নিয়ম মেনে তাঁদের কাজ করছে। আমার এব্যাপারে কোনও প্রমাণ দেওয়ার দরকার নেই। কেউ যদি ভুল করে থাকে, তদন্তকারী সংস্থা তাদের কাজ করে। এটি কোথাও লেখা নেই যে ভুল উত্স থেকে আপনার কাছে টাকা এসেছে বা আপত্তিজনক কিছু করা হলে তদন্ত সংস্থাগুলি ব্যবস্থা নিতে পারে না।"

এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একটি বিবৃতিতে সাংবাদিকদের বাড়িতে পুলিশের এই অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযানের ব্যাপারে বিস্তারিতভাবে জানানোর আবেদন করা হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার তরফে।

চলতি বছরের আগস্টে নিউ ইয়র্ক টাইমস একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে অভিযোগ করা হয় যে নিউজক্লিক এমন একটি সংস্থা যার ফান্ডিংয়ের পিছনে রয়েছেন মার্কিন ধনকুবের তথা চিনের হয়ে গলা ফাটানো নেভিল রয় সিংঘম।

ED Delhi Police china
Advertisment