scorecardresearch

সাতসকালেই রাহুল গান্ধীর বাসভবনে দিল্লি পুলিশের বিরাট দল, গ্রেফতারের সম্ভাবনা?

বেফাঁস মন্তব্যের জেরেই অস্বস্তিতে রাহুল?

Delhi news live updates, Delhi news, delhi latest news, Rahul gandhi, rahul gandhi delhi police, delhi weather, delhi rain, delhi weather today, video man beating woman delhi, Mangolpuri flyover, AAP, Raghav Chadha, indian express news" /
ভারত জোড়ো যাত্রায় ভাষণের জের, রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছল দিল্লি পুলিশ।

রাহুল গান্ধী ‘যৌন হয়রানি’ বিবৃতি নিয়ে এবার সরাসরি রাহুল গান্ধীর বাড়িতে হাজির হল দিল্লি পুলিশের একটি বিশেষ দল। রাহুল গান্ধী শ্রীনগরে ভারত জোড়ো যাত্রা চলাকালীন এক ভাষণে মহিলাদের ‘যৌন হয়রানির’ অভিযোগ আনেন। দিল্লি পুলিশ এখন এই বিষয়ে রাহুল গান্ধীর বাড়িতে পৌঁছেছে। রাহুল যে অভিযোগ করেন সেই বিষয়ে জানতে এর আগেও দিল্লি পুলিশ রাহুলকে নোটিস জারি করে। কিন্তু তাতে সাড়া না দেওয়ায় ফের এই বিষয়ে তথ্য পেতে রাহুলের বাড়িতে সাতসকালেই হাজির হয় দিল্লি পুলিশের এক স্পেশ্যাল টিম।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাড়িতে পৌঁছেছে দিল্লি পুলিশের দল। নোটিশের বিষয়ে দিল্লি পুলিশের বিশেষ সিপি সাগর প্রীত হুডা তাঁর বাড়িতে পৌঁছেছেন বলে জানা গেছে। দিল্লি পুলিশ এর আগে ভারত জোড়ো যাত্রার সময় রাহুলকে তার ‘যৌন হয়রানি’ বিবৃতির বিষয়ে একটি নোটিস পাঠিয়েছিল।

শ্রীনগরে ভারত জোড়া যাত্রার শেষ দিনে রাহুল গান্ধী বলেছিলেন যে আজও মহিলারা ‘যৌন হয়রানি’ শিকার হচ্ছেন। এই বিষয়ে, দিল্লি পুলিশ ১৬ মার্চ রাহুল গান্ধীকে একটি নোটিস পাঠিয়েছিল, তাতে এই বক্তব্যের বিষয়ে বিশদে জানতে চাওয়া হয়। নোটিসে রাহুল গান্ধীকে পুলিশ রাহুলকে ওই মহিলার বিবরণ দিতে বলে। যদিও সেই নোটিসে কোন সাড়া দেননি তিনি। তার প্রেক্ষিপ্তেই আজ সাতসকালেই রাহুল গান্ধীর বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশের বিশেষ দল। জানা গিয়েছে বক্তব্যের ব্যপারে বিশদে জানার জন্য দিল্লি পুলিশ রাহুলের বাসভবনে গিয়েছেন।

এবিষয়ে দিল্লি পুলিশের এক সিনিয়ার আধিকারিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “তিনি কাশ্মীরে তার বক্তৃতায় ‘ধর্ষণের শিকার’ কয়েকজন ‘অজানা মহিলার’ কথা উল্লেখ করেছিলেন। আমরা তাঁকে সেই সকল এই মহিলাদের সম্পর্কে বিস্তারিত জানতে একটি নোটিস পাঠিয়েছিলাম। সেই নোটিসে কোন সাড়া না পাওয়ায় এখন তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করব, যাতে সেই সকল মহিলাদের সুবিচার পাইয়ে দেওয়া যায়”।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Delhi police reach rahul gandhis residence over remarks during bharat jodo yatra