Advertisment

DU First Cut Off List 2018 Date: দিল্লি ইউনিভার্সিটির কাটঅফ জানতে ভিজিট করুন du.ac.in

DU First Cut Off List 2018 Date: আজই জানান হল দিল্লি ইউনিভার্সিটির কাটঅফ নম্বর। কাটঅফ জানতে দিল্লি ইউনিভার্সির অফিসিয়াল ওয়েবসাইট du.ac.in-তে ভিজিট করুন। 

author-image
IE Bangla Web Desk
New Update
du-admission-7593

Delhi University (DU) first cutoff list 2018 @ du.ac.in .

DU First Cut Off List 2018 Date: আজই জানান হল দিল্লি ইউনিভার্সিটির কাটঅফ নম্বর। কাটঅফ জানতে দিল্লি ইউনিভার্সির অফিসিয়াল ওয়েবসাইট du.ac.in-তে ভিজিট করুন। আজই প্রকাশিত হল দিল্লি ইউনিভার্সিটির কাটঅফ। প্রতিবার নম্বরের কাটঅফের জন্য দিল্লি ইউনিভার্সিটির নাম উঠে এসেছে শিরনামে। গতবছর ২০১৭-র ২৩ জুন প্রকাশিত হয়েছিল দিল্লি ইউনিভার্সিটির কাটঅফ। ২০১১-তে দিল্লি ইউনিভার্সিটির সর্বাধিক কাটঅফ ছিল ১০০ শতাংশ। ২০১৬-তে B.Com. (H) ছিল ৯৮ শতাংশ। BA Economics ৯৮.২৫ শতাংশ।

Advertisment

দেখে নিন শ্রী রাম কলেজ অফ কমার্সের কাট অফ মার্কস।

ব্যাচেলর অফ কমার্স (সাম্মানিক)
জেনেরাল ক্যাটাগরি: ৯৭.৭৫%
OBC ক্যাটাগরি: ৯৫.৫০%
SC ক্যাটাগরি: ৯২.৭৫%
ST ক্যাটাগরি: ৮৭.৫০%
PwD ক্যাটাগরি: ৮৬.৭৫%
কাশ্মিরী মাইগ্রেন্ট: ৮৮.৭৫%

ব্যাচেলার অফ আর্টস (অর্থনীতি সাম্মানিক)
জেনেরাল ক্যাটাগরি: ৯৮.৫০%
OBC ক্যাটাগরি: ৯৬.৭৫%
SC ক্যাটাগরি: ৯৪.২৫%
ST ক্যাটাগরি: ৯২.৫০%
PwD ক্যাটাগরি: ৯৪.৫০%
কাশ্মিরী মাইগ্রেন্ট: ৯৫.৫০%

Education
Advertisment