Advertisment

দিল্লির অবৈধ কলোনির বাসিন্দাদের জন্য ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত মোদী সরকারের

‘‘মন্ত্রিসভায় ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে অবৈধ কলোনিতে বসবাসকারী ৪০ লক্ষ মানুষকে জমির মালিকানার অধিকার দেওয়া হবে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, kejriwal, মোদী ও কোজরিওয়াল

মোদী ও কেজরিওয়াল।

বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজধানীতে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নিল মোদী সরকার। দিল্লিতে অবৈধ কলোনির বাসিন্দাদের এবার জমির মালিকানা দেবে মোদী সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে মোদী সরকারের এমন সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Advertisment

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘মন্ত্রিসভায় ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে অবৈধ কলোনিতে বসবাসকারী ৪০ লক্ষ মানুষকে জমির মালিকানার অধিকার দেওয়া হবে’’। এ প্রসঙ্গে কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, ‘‘সংসদে শীতকালীন অধিবেশনে এ নিয়ে বিল আনবে সরকার’’।

আরও পড়ুন: দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক, সরব নীতীশ কুমার

কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘‘জুলাই মাসে পাঠানো আমাদের প্রস্তাবের ভিত্তিতে কলোনির বৈধতার দেওয়ার রোড ম্যাপ তৈরি করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আমরা চাই, এই বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করুক কেন্দ্র। আর যেন কোনও দেরি না হয়’’।

Read the full story in English

national news
Advertisment