Advertisment

রাম নবমী শোভাযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় ‘ষড়যন্ত্রের গন্ধ’, বিজেপিকেই তুলোধোনা

অশান্তি ছড়ানোর ঘটনায় ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ram Navami Rally in Kolkata

এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

৩১ শে মার্চ রাম নবমী শোভাযাত্রাকে ঘিরে অশান্ত হয় বিহারের বেশ কিছু এলাকা। শুরু হয় সাম্প্রদায়িক হিংসা। শুধু বিহার নয় দেশের নানান রাজ্যে এমনকি বাংলাতেই হিংসার আঁচ ছড়িয়ে পড়ে। রামনবমীর হিংসার ঘটনায় এবার সরাসরি বিজেপিকে একহাত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Advertisment

বুধবার বিজেপিকে আক্রমণ করে বিহারের মুখ্যমন্ত্রী বলেন,"এখন রাজ্যে সর্বত্র শান্তি বিরাজ করছে। অশান্তি "ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছিল। এটা এই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ”।  নীতীশ কুমার আরও বলেন “আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। প্রশাসনের ব্যর্থতা ছিল না। পুরোপুরি তৈরি ছিল প্রশাসন। ইচ্ছাকৃতভাবে এই হিংসার পরিবেশ সৃষ্টি করা হয়েছে”।

বুধবার বিহার বিধানসভায় বিজেপি নেতারা হিংসার ঘটনায় রাজ্য সরকারের গাফিলতির বিষয়টি তুলে ধরেন যা নিয়ে হট্টোগোল সৃষ্টি হয়। এখনও অবধি, বিহারশরিফে রাম নবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোডর ঘটনায় ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Nitish Kumar Ram Navami violence
Advertisment