Corona Delta Variants: করোনা টিকা কিংবা সংক্রমণের জেরে দেহে তৈরি হওয়া প্রতিরোধ ভাঙতে সক্ষম ডেল্টা প্রজাতি। নেচার পত্রিকার সাম্প্রতিক সমীক্ষায় এমন ইঙ্গিত দেওয়া হয়েছ। করোনার মূল প্রজাতির চেয়ে ৮ গুণ বেশি শক্তিশালী ডেল্টা প্রজাতি। এর প্রভাবে অ্যাস্ট্রাজেনেকে কিংবা ফাইজার টিকার প্রতিরোধ সহজেই ভেঙে যায়। পাশাপাশি সংক্রমিত ব্যক্তিকে পুনরায় সংক্রমিত করতে ডেল্টা ৬ গুণ বেশি স্বছন্দ।
এদিকে, সপ্তাহের দ্বিতীয় দিনে বেশ খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেশ খানিকটা কমার পাশাপাশি কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও।
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কালো মেঘ সর্বত্র। উৎসবের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমণ একধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে কেন্দ্র। সেই কারণেই রাজ্যগুলিকে বাড়তি তৎপরতা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, মঙ্গলবার সকালের কোভিড আপডেট বেশ খানিকটা স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের কিছু বেশি মানুষ। একদিনে দেশে করোনার বলি আরও ২৯০।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৯২ ৮৬৪। ইতিমধ্যেই ৩ কোটি ২২ লক্ষ ২৪ হাজার ৯৩৭ জন করোনামুক্ত হয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জন। মারণ ভাইরাসের সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে মসৃণ গতিতে এগোচ্ছে টিকাকরণ অভিযান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন