পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাস ভাড়া লাফিয়ে বাড়বে, এমন আশঙ্কা ছিলই। সে আশঙ্কা সত্যি প্রমাণিত হতে চলেছে। একইসঙ্গে বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও, এমন ইঙ্গিতও মিলতে শুরু করেছে।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্য়োপাধ্য়ায়ের দাবি, তাঁরা যুক্তিসঙ্গতভাবে বাসভাড়া বৃদ্ধির পক্ষে। রাজ্যসরকারের উপর আস্থাপ্রকাশ করে তপনবাবু জানিয়েছেন, ‘‘বনধের রাস্তায় আমরা যাব না। কীভাবে দিনের পর দিন রাস্তায় বাস নামাতে খরচ বাড়ছে তা পরিবহণ দফতরকে জানিয়েছি।’’ কী হবে তাঁদের প্রস্তাবিত বাসভাড়া? জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট জানাচ্ছে, প্রথম তিন কিলোমিটার ভাড়া নির্ধারণ করতে হবে ৯ টাকা।
আরও পড়ুন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি – কী বলছে কলকাতা? দেখুন ভিডিও
০-৩ কিমি--৯ টাকা
৩-৬ কিমি --১০ টাকা
৬-১০ কিমি ১২ টাকা।
অন্য় দিকে জেলায় প্রথম ৪ কিমি পর্যন্ত ভাড়া ১১ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন, ‘‘পরিবহণ শিল্পে সংকট অব্য়াহত। এভাবে ডিজেলের মূল্য় বৃদ্ধি হলে এই শিল্প ধরে রাখা মুশকুিল আছে। ভাড়া বাড়লেই নিত্য় প্রয়েজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। ২০ জুন সর্বভারতীয় স্তরে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’’ তবে ওই ধর্মঘটে তাঁদের সংগঠন শামিল হবে কি না তা এখনও স্থির হয়নি। এ নিয়ে বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।