scorecardresearch

বড় খবর

যে কোনও মূল্যে গণতন্ত্রকে রক্ষা করা উচিত: রাহুল গান্ধী

লোকসভা নির্বাচনের আগে গণতন্ত্রকে রক্ষা করার বার্তা দিয়ে কোন দিকে ইঙ্গিত করলেন রাহুল, তা নিয়ে অবশ্য বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

যে কোনও মূল্যে গণতন্ত্রকে রক্ষা করা উচিত: রাহুল গান্ধী

বুধবার দুপুরে নিজের ফেসবুকে একটি ঘটনা শেয়ার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ঘটনার সারমর্ম হিসেবে পোস্টের শেষে রাহুল লেখেন, “গণতন্ত্রই আমাদের সবচেয়ে বড় শক্তি”। লোকসভা নির্বাচনের আগে গণতন্ত্রকে রক্ষা করার বার্তা দিয়ে কোন দিকে ইঙ্গিত করলেন রাহুল, তা নিয়ে অবশ্য বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

ঘটনাটি অনেকটা এইরকম। সংসদের ভিজিটর্স গ্যালারিতে একদিন  কংগ্রেস সভাপতি দেখতে পান বেশ কিছু আফগান সাংসদ বসে আছেন, সংসদের আলোচনা শুনছেন। সংসদের আবহাওয়া বেশ গরম, জোর তর্ক বিতর্ক চলছে। এমন সময়ে রাহুল নিজের মনেই ভেবেছিলেন, “বিদেশি অতিথিদের সামনে অন্তত পরিস্থিতি সামাল দেওয়া দরকার। ওনারা কী ভাবছেন আমাদের দেশ সম্পরকে? আমরা সংসদে রীতিমতো চিৎকার চেঁচামেচি করছিলাম”।

আরও পড়ুন, অলোক ভার্মা মামলার সৌজন্যে খবরে ফিরলেন চৌধরি

সাক্ষাতে তিনি আফগান সাংসদদের কাছে সবার সামনেই হওয়া ঝগড়া বিবাদের জন্য ক্ষমা চেয়ে নিতেই এক আফগান সাংসদের চোখে জল চলে আসে। মহিলা রাহুল গান্ধীকে বলেন, “আপনাদের এখানে আজ যা কিছু হল, আমাদের দেশে তাই-ই হয়, কিন্তু হাতে বন্দুক থাকে”।
ঘটনাটি নিজের ফেসবুকে পোস্ট করে রাহুল লিখেছেন, “গণতন্ত্রই আমাদের সবচেয়ে বড় শক্তি। যে কোনও মূল্যেই গণতন্ত্রকে রক্ষা করা উচিত”।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Democracy india greatest strength defended any cost rahul gandhi afghan lawmakers