Advertisment

মোদীর ওপর রাগ নেই, তবে নোটবন্দি জালিয়াতি: যশোবন্ত সিনহা

গত কয়েক বছর ধরেই সরকারের বিভিন্ন নীতির সোচ্চার বিরোধিতা করে আসছিলেন সিনহা। অবশেষে এ বছরের এপ্রিল নাগাদ পার্টি ছাডেন তিনি। দলের নেতারা অবশ্য তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিভিন্ন সময়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোদীর ওপর ব্যক্তিগত রাগ নেই বলে দাবি করেছেন যশোবন্ত সিনহা (ফাইল ফোটো)

নিজের বইতে নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক পরিকল্পনাসমূহের তুলোধোনা করে ছাড়লেন যশবন্ত সিং। বিমুদ্রাকরণকে ব্যাঙ্কিং জালিয়াতি বলে মন্তব্য করা ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন যে গভীর বিপদের মুখে সে কথাও বলেছেন তিনি। বলেছেন জিডিপির অংক নিয়ে গরমিলের কথাও।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরোজগারের আইডিয়াকে যশবন্ত সিং বলেছেন বেরোজগারির ভয়াবহতা নজর এড়ানো।

গত কয়েক বছর ধরেই সরকারের বিভিন্ন নীতির সোচ্চার বিরোধিতা করে আসছিলেন সিনহা। অবশেষে এ বছরের এপ্রিল নাগাদ পার্টি ছাডেন তিনি। দলের নেতারা অবশ্য তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিভিন্ন সময়ে। অমিত শাহ তো এক ধাপ এগিয়ে বলেছেন, 'উনি কাজ পাননি'।

আরও পড়ুন, ‘‘উদ্বিগ্ন নাগরিক হিসেবেই বলেছি, কী ভুল করেছি?’’

যশোবন্তের মতে দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ হেলায় হারিয়েছেন নরেন্দ্র মোদী।

"উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) ইউপিএ-র ধারা থেকে বেরিয়ে এসে ভারতকে দরিদ্র দেশ থেকে মধ্য রোজগারের দেশে পরিণত করতে পারতেন, কিন্তু সে সুযোগ তিনি উড়িয়ে দিয়েছেন।"

“India Unmade: How the Modi Government Broke the Economy” শীর্ষক এই বই এনডিএ সরকারের নীতির সমালোচনামূলক হলেও, যশোবন্তের বক্তব্য, তিনি সর্বদা মোদীর সমালোচক নন।

যশোবন্তের দাবি, যে কজন সিনিয়র বিজেপি নেতা মোদীর মধ্যে সম্ভাবনার বীজ দেখেছিলেন এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে মোদীর কথা উত্থাপন করেছিলেন, তিনি তাঁদের অন্যতম। "কারও কারও অত্যন্ত ভ্রান্ত ধারণা রয়েছে যে আমায় মোদী মন্ত্রী করেননি বলে আমার ওঁর ওপর ব্যক্তিগত জাতক্রোধ রয়েছে।"

Read the Full Story in English

Demonetisation
Advertisment