/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/tablighi-jamaat.jpg)
ফাইল ছবি।
করোনা আবহে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েত ঘিরে তোলপাড় হয়েছে দেশে। তবলিঘি জামাতের ধর্মীয় জমায়েতকে যেভাবে সংবাদমাধ্য়ম ব্য়বহার করেছে, তাতে মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সুপ্রিম কোর্টে জমা দেওয়া পিটিশনে এমন দাবিই করেছে জমিয়েত উলেমা-ই-হিন্দ। এ মামলায় সোমবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এভাবে সংবাদমাধ্য়মের কন্ঠরোধ করা যাবে না। একইসঙ্গে এ মামলার আবেদনে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে অন্তর্ভুক্তি করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তারপরই এ মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য়, দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েত ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দেশে। ওই জমায়েতে যোগ দেওয়া অনেকেই করোনা আক্রান্ত হন। এই আবহে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে জমিয়েত উলেমা-ই-হিন্দ। পিটিশনে উল্লেখ করা হয় যে তবলিঘি জামাতের জমায়েতকে ঘিরে দেশজুড়ে মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। একইসঙ্গে এ ইস্য়ুতে সংবাদমাধ্য়ম 'ভুয়ো খবর' ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়। অবিলম্বে এ ধরনের 'মিথ্য়া খবর ছড়ানো' বন্ধ করার আর্জি জানানো হয়।
আরও পড়ুন: বেসরকারি ল্য়াবে নিখরচায় করোনা পরীক্ষা কেবল আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য়: সুপ্রিম কোর্ট
Plea against alleged demonisation of Muslim community over Tablighi Jamaat issue: SC says can’t gag media. Asks petitioner Jamaat-Ulema-I-Hind to make Press Council a party. To hear plea later. @IndianExpress
— Ananthakrishnan G (@axidentaljourno) April 13, 2020
গত ৩১ মার্চ, তবলিঘি জামাতের ধর্মগুরু মৌলনা সাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। ওই সংগঠনের অন্য়ান্য় সদস্য়দের বিরুদ্ধেও মহামারী আইনের ৩নং ধারায় পুলিশ এফআইআর দায়ের করে। করোনাভাইরাসের আবহে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতের আয়োজন করা হয়েছিল। এই জমায়েতে অংশ নেওয়া অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্য়দিকে, এদিন স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ১৪ দিনে ১৫টি রাজ্য়ের ২৫টি জেলায় নতুন কোনও করোনা আক্রান্তের হদিশ মেলেনি। স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্য়ু হয়েছে ৩৫ জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ৯১৫২। দেশে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩০৮।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন