Advertisment

প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ৩৫ হাজার টাকা অনুদান দিন ও আরোগ্য সেতু ডাউনলোড করুন, জামিনে বেনজির শর্ত ঝাড়খণ্ড হাইকোর্টের!

, করোনা মোকাবিলায় পিএম কেয়ারস ফান্ডে ৩৫ হাজার টাকা করে দেওয়ার শর্ত চাপিয়েছে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
pm-cares fund, পিএম কেয়ারস ফান্ড, করোনাভাইরাস, কোভিড ১৯, pm cares fund donation covid-19, coronavirus funds, coronavirus pm cares fund, আরোগ্য় সেতু অ্য়াপ, ঝাড়খণ্ড হাইকোর্ট, coronavirus news, covid 19 news, latest news

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

পিএম কেয়ারস ফান্ডে মাথাপিছু ৩৫ হাজার টাকা দিতে হবে। এতেই শুধু নয়, জামিনে মুক্তির পর অভিযুক্তদের 'আরোগ্য় সেতু অ্য়াপ' ডাউনলোড করতে হবে, তাহলেই মিলবে জামিন। অভিযুক্তদের জামিনের আর্জির মামলার শুনানিতে এমন 'বেনজির' শর্তই দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। প্রাক্তন সাংসদ-সহ ৬ জন অভিযুক্তের জামিন মঞ্জুরের জন্য় এমন শর্তই দিয়েছে আদালত।

Advertisment

উল্লেখ্য়, করোনা মোকাবিলায় পিএম কেয়ারস ফান্ডে ৩৫ হাজার টাকা করে দেওয়ার শর্ত চাপিয়েছে আদালত। পিএম কেয়ারস ফান্ডে ৩৫ হাজার টাকা করে দিতে হবে ৬ অভিযুক্তকে। এমনকি, পিএম কেয়ারস ফান্ডে ৩৫ হাজার টাকা জমা দেওয়ার প্রামাণ্য় নথি পেশ করতে হবে আদালতে। পাশাপাশি অভিযুক্তদের আরোগ্য় সেতু অ্য়াপ ডাউনলোড করার চমকপ্রদ নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, করোনা আবহে ওই অ্য়াপ লঞ্চ করেছে সরকার। কোনও ব্য়ক্তি করোনা আক্রান্ত কারও সংস্পর্শে এসেছিলেন কিনা তা বলে দেয় ওই অ্য়াপ।

আরও পড়ুন: লকডাউনে এবার বনজ উৎপাদন ও ব্য়াঙ্কিং ক্ষেত্রে ছাড় ঘোষণা

২০১২ সালে রেল অবরোধের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন বিজেপি সাংসদ সোম মরান্ডি, বিবেকানন্দ তিওয়ারি, অমিত আগরওয়াল, হিসাবি রাাই, সঞ্চয় বর্ধন, অনুরাগ প্রসাদকে। এ ঘটনায় বিজেপি সাংসদ-সহ ৬ জনকে দোষী সাব্য়স্ত করে ২০১৭ সালে ১৭৪ এ রেলওয়ে আইনে এক বছরের কারাবাসের নির্দেশ দিয়েছিল রেলওয়ে জুডিশিয়াল ম্য়াজিস্ট্র্য়াট। পরে এই রায় পুনর্বিবেচনার আর্জি নাকচ করে দেয় নিম্ন আদালত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment