Advertisment

কাল-পরশু ভারী বৃষ্টির পূর্বাভাস

নদিয়া, মালদহ,মুর্শিদাবাদ সহ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘন্টা রাজ্যের উপকূলবর্তী এলাকার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Rain in kolkata Express photo Shashi Ghosh

নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা ফটো: শশী ঘোষ

আজ এবং আগামীকাল টানা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস জানাল আবহাওয়া দপ্তর। দুই ২৪ পরগনাতেই মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীদিনেও।

Advertisment

হাওয়া অফিসের পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই। নদিয়া, মালদহ,মুর্শিদাবাদ সহ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। আগামী ৪৮ ঘন্টা রাজ্যের উপকূলবর্তী এলাকার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির পরিমাণ থাকবে ৭ থেকে ১১ সেন্টিমিটার।

rain in kolkata Express photo Shashi Ghosh ফোটো : শশী ঘোষ

উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডে ও তার আশপাশের এলাকা, পূর্বে উলুবেড়িয়া, দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশ জুড়ে বিরাজ করে আছে নিম্নচাপ। যে কারণে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছুটা অংশে নিম্নচাপের প্রভাব পড়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে।

rain
Advertisment