scorecardresearch

ক্ষমাপ্রার্থী অঙ্কিত! মায়ের শেষকৃত্যে যোগ দিতে মোদীকে চিঠি, দেশে ফেরার কাতর অনুরোধ

ক্ষমা চেয়ে অঙ্কিত অবিলম্বে ভিসার আবেদন করেন।

london protests, jay mala last rights, bhim singh mother last rites, Jay Mala, Bhim Singh, National Panthers Party, Jay Mala death, Ankit Love, Ankit Love visa, indian express news

ক্ষমাপ্রার্থী, অঙ্কিত লাভ! অবিলম্বে মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার কাতর অনুরোধ প্রধানমন্ত্রী মোদীকে। ২০২১ সালে লন্ডনে ভারতীয় হাইকমিশনে পাথর ছোঁড়া প্রসঙ্গে তিনি মোদীকে লেখা এক এক চিঠি্তে সেদিনের ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর কাছে তার কাতর আর্জি ‘মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে ভারতে আসার অনুমতি দিন’।

২০২১ সালের ফেব্রুয়ারিতে লন্ডনে ভারতীয় হাইকমিশনে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের জেরে অঙ্কিতকে কালো তালিকাভুক্ত করা হয়। এবার মায়ের শেষকৃত্যে যোগ দিতে অঙ্কিত প্রধানমন্ত্রী মো্দীকে লেখা এক চিঠিতে  সেই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং পাশাপাশি তিনি কাতর আর্জি জানিয়েছেন অবিলম্বে তাকে ভারতে আসার অনুমতি যাতে দেওয়া হয়। অঙ্কিত জম্মু কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির (জেকেএনপিপি) প্রতিষ্ঠাতা প্রয়াত ভীম সিংয়ের সন্তান।

ভীম সিংয়ের স্ত্রী এবং অঙ্কিতের মা জয় মালা সপ্তাহ খানেক আগেই প্রয়াত হয়েছে। এর পরই, প্রধানমন্ত্রী মোদীর কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে তিনি তার মায়ের শেষকৃত্য করতে ভারতে আসার অনুমতি চেয়েছেন। ২০২২-এ হাইকমিশনে বিক্ষোভের পরে, অঙ্কিতকে কালো তালিকাভুক্ত করা হয়।

প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে, ৩৯ বছর বয়সী অঙ্কিত বলেছেন যে তিনি প্রতিবাদের সময় ডিম এবং পাথর ছুঁড়ে দেওয়ার জন্য অনুতপ্ত। এই চিঠিতে, তিনি প্রধানমন্ত্রী মোদীকে তিনি অনুরোধ করেছেন যে তিনি এই বিষয়টি বিবেচনা করে তাকে দেশে ফেরার অনুমতি দিন, যাতে তিনি তার মা জয় মালার শেষকৃত্য সম্পন্ন করতে পারেন। ২৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ৬৪ বছর বয়সী জয় মালা প্রয়াত হন। এরপর ছেলের অনুরোধে জয় মালার মরদেহ জম্মুর সরকারি মেডিকেল কলেজে (জিএমসি) রাখা হয়েছে। অঙ্কিত অনুরোধ করেন, ভারতে না আসা পর্যন্ত তার মায়ের শেষকৃত্য যাতে সম্পন্ন না হয়।  

২ মে তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা একটি চিঠিতে তিনি লিখেছেন, “আমি, অঙ্কিত লাভ, ব্রিটেনের বাসিন্দা, প্রয়াত অধ্যাপক ভীম সিং এবং প্রয়াত অ্যাডভোকেট জয় মালার সন্তান, আমি হাইকমিশনে ডিম ও পাথর ছোঁড়ার ঘটনায় আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি এর জন্য গভীরভাবে এবং আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা চেয়ে অঙ্কিত অবিলম্বে ভিসা জারির আবেদন করেন।

তিনি আরও লিখেছেন, “…আমি আপনাকে আশ্বস্ত করছি যে এখন থেকে আমি দেশবিরোধী কোন কাজ করব না, আমি আমার দেশকে খুব ভালবাসি এবং আমি আমার দেশের জন্য খুবই গর্বিত…” এর সঙ্গেই তিনি তার বাবা, প্রয়াত বাবা ভীম সিংয়ের লড়াইয়ের কথাও তুলে ধরেন।  

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Desperate for indian visa to perform mothers last rites bhim singhs son apologises for london protest