৩০ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বাতিল করা হল। করোনা সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ। বুধবার এই ঘোষণা করেছে ডায়েরেক্টার জেনারেল অফ সিভিল এ্যাভিয়েশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'প্রতিটা কেস বিচার করে কয়েকটি নির্দিষ্ট রুটে আন্তর্জাতিক উড়ান চলবে।'
গত ২৩ মার্চ থেকেই ভারত থেকে আন্তর্জাতিক উড়ান চলাচল বন্ধ। তবে, মে মাস থেকে বন্দে ভারত মিশনে বিশেষ উড়ান চলাচল শুরু হয়েছে। মূলত লকডাউনে ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই বিশেষ উড়ান চলছে। জুলাই থেকে বেশ কয়েকটি দেশের সঙ্গে ভারতের এয়ার বাবল চালু রয়েছে।
আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, কেনিয়া, ভূটান সহ বর্তমানে ১৮ দেসের সঙ্গে ভারতের উড়ান চলাচল পরিষেবা চালু রয়েছে।
ডিজিসিএ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞার দরুন পণ্যবাহী আন্তর্জাতিক উড়ান চলাচলে কোনও প্রবাব পড়বে না। বিশেষ যাত্রীবাহী বিমানও এই নিষেধাজ্ঞার আওতায় নয়।
উল্লেখ্য, করোনা আবহে দু'মাস বন্ধ থাকার পর স্বাস্থ্য বিধি মেনে গত ২৫ মে থেকে ভারতে যাত্রীবাহী উড়া চলাচল শুরু হয়েছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন