Advertisment

প্রযুক্তিগত সমস্যায় জেরবার! কেন এমন বেহাল দশা বিমানসংস্থাগুলির? মুখ খুলল DGCA

প্রযুক্তিগত সমস্যার কারণেই বারবার দুর্ঘটনার মুখে একাধিক বিমান।

author-image
IE Bangla Web Desk
New Update
IndiGo flight makes emergency landing in Karachi Airport

করোনা মহামারী এবং তার প্রভাবে দীর্ঘদিনের লকডাউন, এর ফলে বহু বিমানে প্রযুক্তিগত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এমনটাই জানিয়েছেন ডিজিসিএ প্রধান অরুণ কুমার। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “কোভিডের কারণে দীর্ঘ লকডাউন বিমানের প্রযুক্তিগত ত্রুটির অন্যতম প্রধান কারণ। বিমানের নিরাপত্তার খাতিরে এবং দুর্ঘটনা এড়াতে এই বিষয়ের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে”।

Advertisment

তিনি আরও বলেন, “ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) থেকে প্রাপ্ত সরকারী তথ্য অনুসারে, গত এক বছরে ভারতে এয়ারলাইনগুলির তরফে ৪৬০ টিরও বেশি প্রযুক্তিগত ত্রুটির রিপোর্ট করা হয়েছে”। কুমার এর সঙ্গে যোগ করেন, “এক্ষেত্রে যেটা সবার আগে দরকার তা হল, “ ফ্লাইট ক্রু হিসাবে, আপনাকে সতর্ক, সজাগ থাকতে হবে এবং পরিস্থিতি বেগতিক বুঝলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। কোন বিষয় ফেলে রাখা যাবে না”।

গত কয়েক মাস ধরেই একের পর এক বিমানে প্রযুক্তিগত ত্রুটি সামনে এসেছে। কখনও বিমানের কেবিনে পোড়া গন্ধ আবার কখনও, ইঞ্জিনের সমস্যা এর সবকটির ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটি সামনে এসেছে। এক্ষেত্রে অবশ্য তিনি পাইলটদের দক্ষতার কথাও তুলে ধরেন।

আরও পড়ুন: <তারকেশ্বর মন্দির, যার টানে বছরের পর বছর বাঁক কাঁধে ছুটে চলেন ভক্তরা>

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বোয়িং-৭৩৭ বিমানটি মাঝ আকাশে জ্বালানির ট্যাংকে কিছু সমস্যা দেখা দেয়। এর জেরে নির্ধারিত রুট পরিবর্তন করে বিমানটিকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের দিকে। করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। এ সময় বিমানটিতে ১৫০ জন যাত্রী ছিলেন।

অন্য একটি ঘটনায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি দুবাই থেকে কোচি যাওয়ার পথে মাঝ আকাশেই কিছু যান্ত্রিক সমস্যা দেখা যায়। এছাড়াও বেশ কয়েকটি প্রযুক্তিগত ত্রুটির সমস্যা সামনে আসায় উদ্বিগ্ন ডিজিসিএ ।

অপর আরেক ঘটনায় যান্ত্রিক ত্রুটি থাকায় ইন্ডিগোর (IndiGo) একটি বিমান করাচি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করে। ডিজিসিএ সূত্রের খবর মে-জুন এই এক মাসের মধ্যে স্পাইসজেটে আটটি প্রযুক্তিগত ত্রুটির সমস্যা সামনে আসে। যার জেরে বিমান সংস্থাকে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়।  

airlines dgca
Advertisment