উপসর্গহীন কোভিড পজিটিভ বিমানকর্মীদের হোম আইসোলেশন বাধ্যতামূলক

বিমানের ক্রু মেম্বার যারা উপসর্গহীন এবং কোভিড পজিটিভ তাঁদের ১০ দিনের হোম আইসোলেশনে থাকতে হবে এমনটাই জানিয়ে দেওয়া হল।

বিমানের ক্রু মেম্বার যারা উপসর্গহীন এবং কোভিড পজিটিভ তাঁদের ১০ দিনের হোম আইসোলেশনে থাকতে হবে এমনটাই জানিয়ে দেওয়া হল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিমানকর্মীদের জন্য এবার কোভিড বিধি নিয়ে বড় ঘোষণা করল উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। বিমানের ক্রু মেম্বার যারা উপসর্গহীন এবং কোভিড পজিটিভ তাঁদের ১০ দিনের হোম আইসোলেশনে থাকতে হবে এমনটাই জানিয়ে দেওয়া হল। এরপর মেডিকেল সুপারভাইজাররা ফিট অনুমোদন দিলে তবেই ফের কাজে ফিরতে পারবেন কর্মীরা।

Advertisment

তবে কোভিড পজিটিভ ক্রু মেম্বারদের যাঁদের 'অল্প উপসর্গ' রয়েছে তাঁদের "হোম আইসোলেশনে থাকতে হবে কমপক্ষে ১০ দিন। এরপর তিন দিন জ্বর না আসলে এবং উপসর্গ দেখা না গেলে তারপর ঠিক হবে পরবর্তী আইসোলেশন বিধি। ডিজিসিএ-এর তরফে সার্কুলার জারি করে জানান হয়েছে হোম আইসোলেশনের সময়সীমা পেরিয়ে গেলেও এরপর করোনা পরীক্ষার আর প্রয়োজন নেই।

তবে ১৪ দিনের পরও উপসর্গ থাকলে বিশেষ পরীক্ষা করবেন বিশেষ চিকিৎসক। এরপর নিরাময় শংসাপত্র পাওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীর একটি বোর্ডিং সেন্টারে বিশেষ চিকিত্সা করাতে হবে। আইএএফ বোর্ডিং সেন্টারে‘ উড়ানের উপযোগী ’ঘোষণা করা হলে, ডিজিসিএর চিকিত্সা মূল্যায়ন জারি করার পরেই ক্রু মেম্বাররা সেখানে যোগ দিতে পারবেন।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus