Advertisment

ডিজেলের দাম বেড়ে রেকর্ড ছুঁল, পিছিয়ে নেই পেট্রোলও

শুক্রবার কলকাতায় দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার প্রতি পেট্রোল ৮১.২৩ টাকা। ১৮ পয়সা বেড়ে শহরে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৭২.৭৮ টাকা। চলতি বছরে আপাতত এটাই সর্বোচ্চ দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
fuel price hike

শুক্রবার সকাল থেকে ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

সবার অগোচরে বেড়ে চলেছে তেলের দাম। এই নিয়ে লাগাতার চার দিন ধরে অল্প অল্প করে বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের মূল্য। বুধবারের তুলনায় ১৩ পয়সা বেড়ে শুক্রবার কলকাতায় দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার প্রতি পেট্রোল ৮১.২৩ টাকা। ১৮ পয়সা বেড়ে শহরে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৭২.৭৮ টাকা। চলতি বছরে আপাতত এটাই সর্বোচ্চ দাম। স্বাভাবিক ভাবেই মধ্যবিত্তের মাথায় হাত। কারণ এর জেরে অবধারিত বাড়বে দৈনন্দিন পণ্যসামগ্রীর দাম।

Advertisment

মাত্র চারদিনে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৬২ পয়সা, পেট্রোলের ৫২ পয়সা। পাশাপাশি দিল্লিতে ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে দাঁড়িয়েছে লিটার পিছু ৭০.২১ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটারে ৩০ পয়সা বেড়ে দাম হয়েছে ৭৪.৫৪ টাকা। এদিকে বৃহস্পতিবার থেকে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ৭৮.৫২ টাকা। ২১ পয়সা বেড়ে মুম্বাইতে, পেট্রোলের দাম প্রতি লিটার ৮৫.৯৩ টাকা। ৩১ আগস্ট সকাল ছ'টা থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম।

আরও পড়ুন: ফের পড়ল টাকার দাম, আবার নতুন রেকর্ড

গত কয়েকমাস ধরে বেশ কয়েক দফায় দাম বেড়েছে জ্বালানির৷ কর্ণাটক নির্বাচনের ঠিক দিন-দুয়েক পর থেকে টানা সাতদিন ধরে ক্রমশই বেড়ে যাচ্ছিল পেট্রোপন্যের দাম। সে সময় প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ে ১৭ পয়সা, এবং ডিজেলের দাম বাড়ে ২১ পয়সা। নতুন দাম অনুযায়ী ৭৪.৬৩ পয়সা থেকে দাম বেড়ে পেট্রোলের দাম হয় ৭৭.৫০ টাকা। তবে এতেই থেমে ছিল না। প্রত্যেক দিন বাড়তে বাড়তে জুনের দ্বিতীয় সপ্তাহে দাম গিয়ে পৌছায় ৮০.৯৮ টাকায়। ২৭ অগাস্ট পেট্রোলের দাম ছিল ৮০.৮৪ টাকা। এদিন থেকেই দাম বাড়তে শুরু করে। প্রথমে ১ পয়সা, দ্বিতীয় দিনে এক লাফে ১৪ পয়সা বেড়ে যায়।

diesel price rise india Petrol price diesel price india diesel price rise petrol diesel india
Advertisment