Advertisment

'লালকেল্লা হিংসায় টুইটারের অবস্থান একচোখামি', টুইটার-সরকার ভার্চুয়াল মিটিংয়ে সরব কেন্দ্র

সম্প্রতি #ফার্মার জেনোসাইড নামক একটা পেজ নিয়ে সংঘাত চড়েছে কেন্দ্র বনাম টুইটারের

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টুইটারের সঙ্গে সংঘাত আরও উসকে একগুচ্ছ অভিযোগ পেশ করল কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক। এবার এই সোশাল সাইটের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন মন্ত্রকের সচিব অজয় প্রকাশ। তাঁর অভিযোগ, 'অভিব্যক্তির স্বাধীনতা প্রসঙ্গে দ্বিচারিতা করেছে টুইটার। ক্যাপিটল হিলের হিংসা প্রসঙ্গে এক অবস্থান আর লালকেল্লা হিংসা নিয়ে আরেক অবস্থান। আর এখানেই অভিব্যক্তির স্বাধীনতা নিয়ে দ্বিচারিতা।' এমন কড়া ভাষায় টুইটার কর্তাদের সামনে অসন্তোষ প্রকাশ করেন তথ্য-প্রযুক্তি সচিব। এদিন মন্ত্রকের সঙ্গে টুইটারের ভার্চুয়ালি প্রায় দু'ঘণ্টা বৈঠক হয়েছে।

Advertisment

সম্প্রতি #ফার্মার জেনোসাইড নামক একটা পেজ নিয়ে সংঘাত চড়েছে কেন্দ্র বনাম টুইটারের। সেই পেজ-সহ সন্দেহভাজন প্রায় ১২০০টি অ্যাকাউন্ট ব্লক করতে টুইটারকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্র। সেই নোটিশের পক্ষে ব্যবস্থা নিতে গড়িমসি করে টুইটার। অভিব্যক্তির স্বাধীনতা দোহাই দিয়ে কয়েকটি পেজ সক্রিয় রেখেছে টুইটার। আর এখানেই আপত্তি তুলেছে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক।

এদিন সচিব বলেন, 'অভিব্যক্তির স্বাধীনতা যাঁরা অপব্যবহার বা বিকৃত করেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখানেই দ্বিচারিতা টুইটারের।' এবিষয়ে একটা বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক। সেই বিবৃতিতে বলা, 'আমাদের সচিব সরকারের অসন্তোষের কথা টুইটারকে বলেছে। #farmergenocide নামে যে পেজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই পেজ সরাতে ঢিলেমি করেছে টুইটার। সে ব্যাপারেও আপত্তি জানানো হয়েছিল। ভারতীয় সংবিধানের ১৯ ধারায় অভিব্যক্তির স্বাধীনতা দেওয়া থাকলেও, কিছু ক্ষেত্রে তা লঙ্ঘন করা হয়েছে। অভিব্যক্তির স্বাধীনতার অপব্যবহার করে বিকৃত ও প্ররোচনামূলক তথ্য ছড়ানো হয়েছে। এই প্রচারের ভধ্যে কোনও খবর প্রকাশের স্বাধীনতা বা অভিব্যক্তির বহিঃপ্রকাশ নেই। সেই কনটেন্ট নিয়ে আপত্তি তুলে টুইটারকে নোটিশ পাঠালেও, তারা দ্রুত ব্যবস্থা নেয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।'


twitter Modi Government Hashtag
Advertisment