Advertisment

সোশ্যাল মিডিয়ায় যখন তখন ইচ্ছেমত মেসেজের দিন ফুরোচ্ছে?

কী ভাবছে মোদী সরকার?

author-image
IE Bangla Web Desk
New Update
MODI GOVERNMENT ON DIGITAL LAW 1

এখন বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখেন।

গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোয় বিষয়বস্তু প্রকাশের বিরুদ্ধে আদেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। আসলে, কেন্দ্রীয় সরকার একটি মূল আইনি বিধানের দিগন্তকে প্রসারিত করার চেষ্টা করছে। সেই আইন, যা ইচ্ছেমতো ডিজিটাল মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে। আসন্ন ডিজিটাল ইন্ডিয়া বিল আসলে তথ্য-প্রযুক্তি আইন, ২০০০-এর উত্তরসূরি। কেন্দ্র এই আইনের পূর্ববর্তী ধারা ৬৯ (এ) রদবদলের কথা বিবেচনা করছে। সরকার যে পরিবর্তনগুলোর কথা ভাবছে, তার মধ্যে অন্যতম হল- ভাষা বা প্রতিক্রিয়া বা বক্তব্য নিয়ন্ত্রণ করাকে আইনি শর্তাধীন করা।

Advertisment

আইনি কাঠামোর অংশ
বিলটি একটি ব্যাপক আইনি কাঠামোর মূল অংশ, যা কেন্দ্র তৈরি করার চেষ্টা করছে। এই কাঠামোটি বিভিন্ন আইনি ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করবে। যেমন, সম্প্রতি বিজ্ঞাপিত ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন ২০২৩, খসড়া ভারতীয় টেলিকমিউনিকেশন বিল ২০২২, এবং অ-ব্যক্তিগত ডেটা পরিচালনার বিষয়ে একটি নীতি, সবগুলো হয়ে উঠবে এই কাঠামোর অংশ। বর্তমানে, আইটি আইনের ধারা ৬৯ (এ) সরকারকে সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মত অনলাইন প্ল্যাটফর্মে বিষয়বস্তু-অবরুদ্ধ করার নির্দেশ জারির অনুমতি দেয়। এটি জাতীয় নিরাপত্তা, শৃঙ্খলা, বন্ধুত্ব এবং বিদেশি সরকারের সঙ্গে সম্পর্ক, সব ক্ষেত্রেই প্রযোজ্য।

তথ্যের ওপর নিয়ন্ত্রণ
যাইহোক, এই পদ্ধতিতে সরকার চাইছে প্রয়োজনীয় বা সমীচীন ক্ষেত্রে যাবতীয় রীতিনীতি ভেঙে তথ্যের ওপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আর, এই জাতীয় আদেশ জারি করার পরিধি আরও প্রসারিত করতে। এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, খসড়া আইনটি এখনও চূড়ান্ত নয়। আলোচনার স্তরে আছে। সরকারিভাবে ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক অবশ্য বিষয়টি নিয়ে বেশ রাখঢাক বজায় রেখেছে। কোনও মন্তব্য করতে রাজি হয়নি। মন্তব্যের জন্য অনুরোধ করলেও উত্তর দেয়নি। যাই হোক, পরিসংখ্যান বলছে যে অনলাইন বিষয়বস্তুর ওপর সেন্সরশিপের ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে, সামাজিক মাধ্যমগুলোর ওপর সরকারের জারি করা বিষয়বস্তু-ব্লক করার নির্দেশের সংখ্যা আগের চেয়ে প্রায় ২,০০০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন- ৮৫-তেও অনন্যা, ‘ফালকে’ বিজেতা! ওয়াহিদা রহমানের সাফল্যের শুরুটা কিন্তু বলিউডে হয়নি

মন্ত্রীর পরিসংখ্যান
প্রাক্তন ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রের লোকসভায় পেশ করা তথ্য অনুসারে, সরকার ২০২০ সালে তথ্য-প্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯ (এ)-এর অধীনে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে তাদের প্ল্যাটফর্ম থেকে ৯,৮৪৯টি লিংক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ২০১৪ সালে করা ৪৭১টি অনুরোধের তুলনায়, ২০২০ সালে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে করা এইজাতীয় অনুরোধ ১,৯৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা এককথায় সরকারের উদ্দেশ্যকে স্পষ্ট করে দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

digital Begger Modi Government Digital Media Social Media Digital Law DigiLocker on your WhatsApp digital india information
Advertisment