‘সুস্থ ভারভারা রাও, খারিজ হোক জামিনের আবেদন’, কোর্টকে জানালো NIA

এলগার পরিষদ-মাওবাদী যোগসূত্রে গ্রেফতার করা হয়েছে এই কবি-সমাজকর্মীকে

এলগার পরিষদ-মাওবাদী যোগসূত্রে গ্রেফতার করা হয়েছে এই কবি-সমাজকর্মীকে

author-image
IE Bangla Web Desk
New Update

এখন সুস্থ আছেন ভারভারা রাও। তাই তাঁর অসুস্থতা দেখিয়ে দায়ের জামিনের আবেদন খারিজ করুক আদালত। এভাবেই বম্বে হাইকোর্টে দ্বারস্থ এনআইএ। এলগার পরিষদ-মাওবাদী যোগসূত্রে গ্রেফতার করা হয়েছে এই কবি-সমাজকর্মীকে। এদিন সওয়াল-জবাবের সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং নানাবতী হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট তুলে ধরেছিলেন। সেই রিপোর্ট উল্লেখ করে তিনি দাবি করে, 'এখন ভারভারা রাও স্থিতিশীল এবং সুস্থ।' তাঁর উল্লেখ, 'সাম্প্রতিক হলফনামায় মহারাষ্ট্র সরকার স্পষ্ট করেছে সুস্থ হলে ভারভারা রাওকে আর নবি মুম্বইয়ের তালজলা জেলে পাঠানো হবে না। বরং সরকারি জেজে হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা চলবে।' হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রতি অতিরিক্ত সলিসিটর জেনারেলের আরও সওয়াল, 'রাওয়ের মেডিক্যাল রিপোর্টে স্পষ্ট তিনি এখন সুস্থ আর রাজ্য তাঁর চিকিৎসার দায়িত্ব নেবে। এরপর একমাত্র রাজ্য সরকার ও সরকারি হাসপাতালে ভরসা না থাকলে তাঁর জামিনের আবেদন গ্রাহ্য হবে।'

Advertisment

হাইকোর্টে আপাতত তিনটি মামলার শুনানি চলছে। একটা রিট পিটিশন, যাতে উল্লেখ রাওয়ের সম্পূর্ণ মেডিক্যাল রেকর্ড-সহ জামিনের আবেদন। আর তৃতীয় আবেদন তাঁর স্ত্রী হেমলতার দাবি করা, 'যাতে উল্লেখ ভারভারা রাওকে চিকিৎসা না দিয়ে মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।'

NIA bail varvara-rao