Advertisment

'উশৃঙ্খল আচরণ'! গুরুদ্বারে ভারতীয় হাইকমিশনরকে হেনস্থার ঘটনার চরম নিন্দা

শুক্রবার ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে ঢুকতে বাধা দেয় খালিস্তানি সমর্থকদের একটি দল।

author-image
IE Bangla Web Desk
New Update
Vikram Dorwaiswami, glasgow, Glasgow gurdwara, Scotland gurdwara, Vikram Dorwaiswami stopped at gurdwara, india canada, India uk, khalistani extremists",

শুক্রবার ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে ঢুকতে বাধা দেয় খালিস্তানি সমর্থকদের একটি দল।

'উশৃঙ্খল আচরণ'! গ্লাসগো গুরুদ্বার ভারতীয় হাইকমিশনরকে হেনস্থার চরম নিন্দা জানিয়েছে। ২৯ সেপ্টেম্বরের ঘটনা বর্ণনা করে, গুরুদ্বার কর্তৃপক্ষ বলেছে যে গ্লাসগো এলাকায় বাইরে থেকে কিছু অজানা ব্যক্তি দরওয়াইস্বামীর সফরকে ব্যাহত করার চেষ্টা করেছিল।

Advertisment

ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দরওয়াইস্বামীকে শুক্রবার কিছু খালিস্তানি চরমপন্থী স্কটল্যান্ডের গ্লাসগোতে একটি গুরুদ্বারে প্রবেশ করতে বাধা দেয়। গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "গ্লাসগো গুরুদ্বার শিখ উপাসনালয়ের শান্তিপূর্ণ কার্যক্রমকে ব্যাহত করার জন্য এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণের তীব্র নিন্দা করে,"।

গ্লাসগো গুরুদ্বার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে করা দুর্ব্যবহারের তীব্র নিন্দা করেছে। স্কটল্যান্ডে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে গুরুদ্বারে যেতে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গ্লাসগো গুরুদ্বার। বিবৃতি জারি করে গ্লাসগো গুরুদ্বারের তরফে ঘটনাকে 'অজানা ব্যক্তিদের দ্বারা অনুপযুক্ত আচরণ' বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে গুরুদ্বার সকল সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত।

শুক্রবার ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে ঢুকতে বাধা দেয় খালিস্তানি সমর্থকদের একটি দল। সূত্রের খবর, খালিস্তান সমর্থকরা তথ্য পেয়েছিলেন যে দোরাইস্বামীর গ্লাসগো গুরুদ্বার কমিটির সঙ্গে বৈঠক করার কথা ছিল। তিনি সেখানে পৌঁছালে বেশ কয়েকজন খালিস্তানি সমর্থন তাঁর গাড়ি ঘিরে ফেলে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, হাইকমিশনারকে গুরুদ্বারে প্রবেশে তিনজন বাধা দিয়েছে। তার গাড়ির দরজা খোলার চেষ্টা করা হয়। তাকে হুমকি ও গালিগালাজ করা হয়। এরপরই হাইকমিশনার ও কনসাল জেনারেল ফিরে আসেন। এদিকে এই ঘটনার পরই মুখ খুলেছে গুরুদ্বার কমিটি। তারা বলেছে যে গুরুদ্বার উচ্ছৃঙ্খল আচরণের তীব্র নিন্দা জানায়। গুরুদুয়ারা সকল সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত। আমরা আমাদের নীতি অনুযায়ী সকল মানুষকে খোলাখুলি স্বাগত জানাই।

ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে যেতে বাধা দেয় খালিস্তানপন্থী চরমপন্থীরা। উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পাশাপাশি ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা জোরদার করতেও বলেছে ভারত। ভারত ব্রিটিশ বিদেশ দফতর ও পুলিশের কাছে বিষয়টি তুলে ধরেছে। সূত্রের খবর, ব্রিটিশ সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধ চরমে।

Britain India
Advertisment