দেশ ভাগের ৭৫ বছর পর দেখা হওয়ায় খুশির বাঁধ ভাঙে পাঞ্জাবের সিকা খান এবং পাকিস্তানের মহম্মদ সিদ্দিকী্র। দেশভাগের সময় বিচ্ছিন্ন হওয়া দুই ভাই এবার চিরতরে বিচ্ছিন্ন।
ভারত-পাকিস্তান বিভাজনের সময় একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়া দুই ভাই যখন ৭৫ বছর পর মিলিত হওয়ার সুযগ পেলেন তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে নিজেদের আবেগ ধরে রাখতে পারেন নি। পাঞ্জাবের সিকা খান এবং পাকিস্তানের মহম্মদ সিদ্দিকী এখন চিরতরে আলাদা। এবার ভাগ্য তাদেরকে আলাদা করতে বাধ্য করল। কর্তারপুর করিডরে ৭৫ বছর পর দেখা হয় সিকা খান ও মহম্মদ সিদ্দিকীর। সিদ্দিকী ৩ দিন আগে প্রয়াত হয়েছেন। ভারতে বসে ভাইয়ের মৃত্যু যন কিছুতেই মেনে নিতে পারছেন না সিকা।
মুহাম্মদ সিদ্দিকীর মৃত্যুর খবর পেয়েই ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে অস্থির হয়ে পড়েছেন তার ছোট ভাই সিকা খান। সিকা, সিদ্দিকীর পরিবারের পাশে কঠিন এই সময়ে থাকার জন্য পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।
১৯৪৭ সালে উভয় ভাই আলাদা হয়ে যায়
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের সময় দুই ভাইই আলাদা হয়ে যান। ৬ বছর বয়সী সিদ্দিকী তার বাবার সঙ্গে পাকিস্তানে যান এবং ২ বছরের ছোট সিকা পাঞ্জাবে থেকে গিয়েছিলেন। এ সময় মা তার স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছিলেন।
পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার নাসির ধিলোনের প্রচেষ্টায় সিকা খান এবং মহম্মদ সিদ্দিকী পুনরায় একত্রিত হয় ২০২২ সালে। সিকাকে তার ভাইবোনদের সঙ্গে দেখা করার জন্য পাকিস্তানি দূতাবাস ভিসা দেয়। তারপরে দুই ভাই ২০২২ সালের জানুয়ারিতে কর্তারপুর করিডোরে দেখা করেছিলেন। সিকা বিয়ে না করলে সিদ্দিকীর ৩ ছেলে ও ২ মেয়ে।