Advertisment

Modi Dives Into Arabian Sea: 'দ্বারকায় প্রার্থনা করা ঐশ্বরিক অভিজ্ঞতা', আরব সাগরে ডুব দিয়ে কৃষ্ণের শহরে মোদী

ময়ূরের পালক নিয়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন মোদীর।

author-image
IE Bangla Web Desk
New Update
"Modi Dives Into Arabian Sea,PM Modi perform Underwater Puja of Lord Krishna,PM Modi in Ancient Dwarka,PM Modi dives into Arabian Sea in Ancient Dwarka,PM Modi perform Underwater Puja of Lord Krishna in Ancient Dwarka,PM Modi perform Underwater Puja in Ancient Dwarka,PM Modi in Ancient Dwarka,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

'দ্বারকায় প্রার্থনা করা ঐশ্বরিক অভিজ্ঞতা'। জলের নীচে প্রার্থনার জন্য আরব সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী মোদী।

'দ্বারকায় প্রার্থনা করা ঐশ্বরিক অভিজ্ঞতা'। আরব সাগরে জলের নীচে প্রার্থনার জন্য ডুব দিলেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাটে দেশের সবচেয়ে বড় কেবল ব্রিজ উদ্বোধনের পর ভগবান দ্বারকার গভীর সমুদ্রে ডুব দিলেন মোদী। সমুদ্রে তলায় ডুব দিয়ে মোদী বললেন, "এই অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। ডুবে থাকা দ্বারকা আসলে ভারতের ঐতিহাসিক ও আধ্যাত্মিক শিকড়ের কথা তুলে ধরে"।

Advertisment

গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনা করেন। এদিন ডুবে যাওয়া প্রাচীন দ্বারকা শহর পরিদর্শন করেন তিনি। দ্বারকা শহর পরিদর্শন করার পরে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ডুবে থাকা দ্বারকায় প্রার্থনা করা ঐশ্বরিক অভিজ্ঞতা। আমি আধ্যাত্মিক জাঁকজমক এবং শাশ্বত ভক্তির একটি প্রাচীন যুগের সঙ্গে এক সংযোগ অনুভব করেছি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের মঙ্গল করুক"।

দ্বারকার যে প্রাগৈতিহাসিক শহর সমুদ্রের নীচে তলিয়ে গিয়েছিল, সেই স্থানে পৌঁছন নরেন্দ্র মোদী। প্রার্থনাও করেন কিছুক্ষণ। দেশের আধ্যাত্মিক এবং ঐতিহাসিক সংযোগের মেলবন্ধন উপলব্ধি করার জন্যই তাঁর এই রোমাঞ্চকর অভিযান বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী পরে দ্বারকায় একটি জনসভায় ভাষণ দিয়ে বলেছিলেন যে 'আমি আজ যা অনুভব করেছি তা সর্বদা আমার সঙ্গে থাকবে। সমুদ্রের ভিতরে গিয়ে প্রাচীন দ্বারকা শহর দেখলাম। দ্বারকা নিয়ে প্রত্নতাত্ত্বিকরা অনেক লিখেছেন। আমাদের ধর্মীয় গ্রন্থেও উল্লেখ আছে যে দ্বারকায় সুউচ্চ ভবন ও সুন্দর দরজা ছিল। আমি সমুদ্রের মধ্যে দেবত্বকে অনুভব করেছি। আমি ময়ূরের পালক নিয়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম। সেখানে গিয়ে দ্বারকা শহরের ধ্বংসাবশেষ ছুঁতে চেয়েছিলাম, আজ আমি আবেগপ্রবণ কারণ আমার কয়েক দশকের স্বপ্ন পূরণ হয়েছে"।

modi
Advertisment