করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।' দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী মোদী। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা একযোগে কাজ করছেন বলেও জানিয়েছেন নমো। সোমবারই দিল্লি ও তেলেঙ্গায় দু'জনের দেহে করোনা ভাইরাসে জীবাণু মেলে। তারপরই প্রধানমন্ত্রীর এই আশ্বাস।
Advertisment
এদিন টুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'করোনা ভাইরাস ঠেকাতে কেন্দ্রীয় মন্ত্রি ও বিভিন্ন রাজ্য একযোগে কাজ করছে। বিদেশ থেকে যাঁরা ভারতে আসছেন তাঁদের পর্যবেক্ষণে রেখে শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তাই আতঙ্কের কোনও কারণ নেই। আমাদের একযোগে কাজ করতে হবে। ভাইরাসের আক্রমণ রোধে ন্যূনতম সাবধানতার মাধ্যমে নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চত করতে হবে।'
Had an extensive review regarding preparedness on the COVID-19 Novel Coronavirus. Different ministries & states are working together, from screening people arriving in India to providing prompt medical attention.
এর আগে উহান ফেরত কেরালার তিন ছাত্রের শরীরে করোনার জীবাণু মিলেছিল। বিহার, রাজস্থানেও ভাইরাসের সংক্রমণ সন্দেহে কয়েকজনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। তবে সেই পরিস্থিতি অনেকটাই থিতিয়ে এসেছিল। সোমবার নতুন করে দিল্লি ও তেলঙ্গানার দুই বাসিন্দার শরীরে সিওভিডি-১৯-এর সংক্রমণ পজিটিভ ধরা পড়ার পর থেকে আতঙ্ক কয়েকগুণ বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ওই দু'জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। পরীক্ষার সব ফলাফলই নেতিবাচক।
এদিকে, সোমবারের পর বিশেষ পদক্ষেপ হিসাবে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার ভিসা বাতিল বলে ঘোষণা করেছে কেন্দ্র। ৩-রা মার্চ পর্যন্ত যেসব ভিসা অনুমোদন করা হয়েছিল তা বাতিল করা হয়। ওইসব দেশ থেকে কেউ ভারতে প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। পরে মুখ্যমন্ত্রী বলেন, 'করোনা ভাইরাস রোধে কেন্দ্র সব ধরনের সহায়তা করবেন' বলে আশ্বাসদিয়েছেন।